বীজপুর: উত্তর চব্বিশ পরগনার বীজপুরের যুবক বাবলু দাসের খুনের ঘটনায় এবার তাঁর স্ত্রীর প্রেমিক ও তার বন্ধুকে গ্রেফতার করল পুলিশ।
গতকাল নৈহাটির রামচন্দ্রপুর থেকে প্রেমিক সঞ্জু দাস ও তার বন্ধু সুভাষ দাসকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, খুনের পর দুই অভিযুক্তই তারাপীঠ পালিয়ে গিয়েছিল। মোবাইল ফোনের সূত্র ধরে নৈহাটিতে ফেরার পরই তাদের গ্রেফতার করা হয়। জেরায় অভিযুক্তরা খুনের কথা স্বীকার করেছে বলেও দাবি তদন্তকারীদের।
স্বামীকে খুনের অভিযোগে এর আগে গ্রেফতার হয় বাবলুর স্ত্রী অঞ্জু দাসকে। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলাতেই খুন, প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ।
বীজপুরে স্বামী খুনের ঘটনায় গ্রেফতার স্ত্রীর প্রেমিক সহ ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Aug 2017 12:55 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -