বীরভূম: থানার আইসি-কে ধমক জাতীয় মহিলা কমিশনের সদস্যের।ঘটনাস্থল বীরভূমের বোলপুর। কয়েকদিন আগে, বোলপুরের রজতপুরে স্নানের ছবি দেখিয়ে প্রথম বর্ষের ছাত্রীকে ব্ল্যাকমেল এবং ধর্ষণের অভিযোগ ওঠে। পরিবারের দাবি, অপমানে গায়ে আগুন দেন কলেজছাত্রী। কয়েকদিন পর হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতার।
শুক্রবার রজতপুরে মৃত ছাত্রীর বাড়িতে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য সুষমা সাহু। পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।
এরপরই পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দেন জাতীয় মহিলা কমিশনের সদস্য। বোলপুরের আইসিকে রীতিমতো ধমক দেন তিনি।
পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মৃত কলেজছাত্রীর মা-ও।
যদিও এনিয়ে যোগাযোগ করা হলেও, কোনও প্রতিক্রিয়া দিতে চাননি জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
তবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও, বীরভূম জেলা পুলিশের দাবি, তদন্তে কোনও গাফিলতি হয়নি। অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। নির্যাতিতার জবানবন্দিও নেওয়া হয়েছিল। খুব শীঘ্রই চার্জশিট পেশ করা হবে।
বীরভূমে নির্যাতিতা ছাত্রীর আত্মহত্যার ঘটনায় পুলিশকে ধমক জাতীয় মহিলা কমিশনের সদস্যের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Dec 2017 08:10 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -