কলকাতা: হেস্টিংসে দলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনে গিয়ে রাজ্যের শাসক দলকে তুমুল আক্রমণ করেন জে পি নাড্ডা। বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় অসহিষ্ণুতার কথা বলেন। তাঁর শাসনে বিরোধী নেতা-কর্মীরা খুন হচ্ছেন। এর আগে, নাড্ডা হেস্টিংসে পৌঁছতেই তাঁকে ঘিরে কালো পতাকা প্রদর্শন করে একদল বিক্ষোভকারী। নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা।


এদিন নাড্ডা বলেন, ‘সহিষ্ণুতার কথা বলতেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অসহিষ্ণুতার কথা বলেন। মমতার শাসনে বিরোধী দলের কর্মী-সমর্থকরা খুন হচ্ছেন।


রাজ্যের শাসক দলকে আক্রমণ করে বিজেপি সর্বভারতীয় সভাপতি বলেন, অন্য রাজনৈতিক দলে পরিবারই দল। বিজেপির কাছে দলই পরিবার।


দেশজুড়ে কৃষকদের গর্জে ওঠা নিয়েও মুখ খোলেন তিনি। বলেন, 'কৃষি আইন নিয়ে কৃষকদের বিরোধীরা ভুল বোঝাচ্ছেন। কৃষকদের আশীর্বাদ আছে বলেই সম্প্রতি সব নির্বাচনে জয় এসেছে।'


এই প্রেক্ষিতেও পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ শানান তিনি। দাবি করেন, বাংলাতে দুর্দশার শিকার কৃষকরা। বলেন, এর জবাব ২০২১-এর ভোটে পাবে তৃণমূল। বিজেপি ২০০-র বেশি আসন নিয়ে বাংলা জয় করবে।


নাড্ডার হুঁশিয়ারি, ‘মমতা-সরকারকে উৎখাত করবে বিজেপি। করোনা কালে বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছে মোদি সরকার।’


নজরে একুশের ভোট। আজ থেকে দুদিনের বঙ্গ সফর শুরু করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এই সফরে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। দলীয় কার্যালয়ের উদ্বোধন করার পাশাপাশি, নির্বাচনের আগে রাজ্যের নেতা-কর্মীদের মধ্যে মনোবল বাড়ালেন তিনি।


হেস্টিংসে জে পি নাড্ডাকে কালো পতাকা। নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ। এদিন হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন করতে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। নাড্ডা পৌঁছনো মাত্র তাঁকে কালো পতাকা দেখানো হয়। এরপর শুরু হয় বিক্ষোভ।


নাড্ডা প্রথমে পৌঁছে যান হেস্টিংসে। সেখানে বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন করতে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। কিন্তু, নাড্ডা পৌঁছনো মাত্র তাঁকে কালো পতাকা দেখানো হয়। এরপর শুরু হয় বিক্ষোভ।


হেস্টিংসে অগ্রবাল ভবনে স্থিত দলীয় কার্যালয়ের মধ্য়ে গঠিত নতুন নির্বাচনী দফতরের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পাশাপাশি, রাজ্যের ৯টি জেলায় দলীয় কার্যালয়ের ভার্চুয়াল উদ্বোধন করেন। অংশ নেবেন দলের আর নয় অন্যায় কর্মসূচিতে।