কেওড়াতলায় ব্যর্থ হলেও মন্দিরতলায় শ্যামাপ্রসাদের মূর্তির ‘শুদ্ধকরণ’ করল বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Mar 2018 10:53 AM (IST)
হাওড়া: ভেস্তে গিয়েছে কেওড়াতলার পাশে সি আর দাস পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি শুদ্ধকরণ অভিযান। প্রতিবাদে আজ নবান্নর কাছে হাওড়ার মন্দিরতলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি শুদ্ধকরণ অভিযান করল বিজেপি। জনা ১৫ বিজেপি কর্মী মন্দিরতলায় গিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে গঙ্গাজল ও দুধ ঢেলে মালা চন্দন পরিয়ে দেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির শোধন কর্মসূচি ঘিরে গতকাল দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় ধুন্ধুমার হয়। দফায় দফায় সংঘর্ষে জড়ায় তৃণমূল ও বিজেপি।