BJP Rath Yatra LIVE Updates: 'ভোট শেষ হতে হতে মমতাও জয় শ্রীরাম বলবেন', কোচবিহারের সভায় অমিত

BJP Rath Yatra LIVE Updates: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলায় জয় শ্রীরাম বলা অপরাধ। কারণ এখানে বিশেষ সম্প্রদায়ের মানুষকে তোষণ করা হয়।’

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 11 Feb 2021 12:45 PM
BJP Rath Yatra LIVE: 'পাঁচবছরে আমরা সোনার বাংলা বানিয়ে দেব', কোচবিহারের সভায় অমিত শাহ

কোচবিহারের রাসমেলা ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাঁচবছরে আমরা সোনার বাংলা বানিয়ে দেব। পাঁচবছরে বাংলা অনুপ্রবেশকারী মুক্ত হবে।’

BJP Rath Yatra LIVE: 'বাংলায় দুর্গাপুজো, সরস্বতী পুজোর সঙ্গে রামনবমীও হবে', কোচবিহারের সভায় অমিত শাহ

কোচবিহারের রাসমেলা ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলায় ডবল ইঞ্জিন সরকার দরকার। বাংলায় দুর্গাপুজো, সরস্বতী পুজোর সঙ্গে রামনবমীও হবে।’

BJP Rath Yatra LIVE: 'বাংলার জন্য সাড়ে তিন লক্ষ কোটি টাকা প্রধানমন্ত্রী পাঠিয়েছেন', কোচবিহারের সভায় অমিত শাহ

কোচবিহারের রাসমেলা ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলার জন্য সাড়ে তিন লক্ষ কোটি টাকা প্রধানমন্ত্রী পাঠিয়েছেন। নেতাজির জন্মদিনের অনুষ্ঠানেও মোদির সঙ্গে ঝামেলা করেছেন মমতা।’

BJP Rath Yatra LIVE: 'উত্তরবঙ্গকে সারা দেশের মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র বানাতে চাই', কোচবিহারের সভায় অমিত

কোচবিহারের রাসমেলা ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই বাজেটে চা-বাগানের শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গকে সারা দেশের মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র বানাতে চাই।’

BJP Rath Yatra LIVE: 'মমতা নিজেই সিদ্ধান্ত নিতে পারছেন না কোথা থেকে দাঁড়াবেন', কোচবিহারের সভায় অমিত

কোচবিহারের রাসমেলা ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এবার গুণ্ডা দিয়ে বাংলায় নির্বাচন হবে না। 
কাউকে ভোট দিতে বাধা দেওয়া যাবে না। মমতা নিজেই সিদ্ধান্ত নিতে পারছেন না কোথা থেকে দাঁড়াবেন। রাজনৈতিক হত্যায় বাংলা এক নম্বরে। মহিলাদের ওপর অত্যাচারেও বাংলা এক নম্বরে।’

BJP Rath Yatra LIVE: 'ভয় না পেলে এবারই ভাইপোকে মুখ্যমন্ত্রী করতেন মমতা', কোচবিহারের সভায় অমিত

কোচবিহারের রাসমেলা ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভয় না পেলে এবারই ভাইপোকে মুখ্যমন্ত্রী করতেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় বিফল মুখ্যমন্ত্রী। মোদির বিকাশ, মমতার বিনাশ মডেলের মধ্যে মানুষ বাছবেন।’

BJP Rath Yatra LIVE: 'আয়ুষ্মান ভারত যোজনা মমতা আটকাতে পারবেন না কারণ তিনি মুখ্যমন্ত্রী হবেন না', কোচবিহারের সভায় অমিত

কোচবিহারের রাসমেলা ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘মমতা মোদির আয়ুষ্মান ভারত যোজনা চান না। বিজেপি জিতলে এক সপ্তাহের মধ্যে সবাই এই যোজনা পাবেন। মমতা আটকাতে পারবেন না কারণ তিনি মুখ্যমন্ত্রী হবেন না। মোদি সরকার গরিবের কল্যাণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

BJP Rath Yatra LIVE: 'ভোট শেষ হতে হতে মমতাও জয় শ্রীরাম বলবেন', কোচবিহারের সভায় অমিত

কোচবিহারের রাসমেলা ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘বাংলায় জয় শ্রীরাম বলা অপরাধ। কারণ এখানে বিশেষ সম্প্রদায়ের মানুষকে তোষণ করা হয়। ভোট শেষ হতে হতে মমতাও জয় শ্রীরাম বলবেন।’

BJP Rath Yatra LIVE: 'বাংলার নির্বাচন এবার ঐতিহাসিক হবে', কোচবিহারের সভায় অমিত

কোচবিহারের রাসমেলা ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘বাংলার নির্বাচন এবার ঐতিহাসিক নির্বাচন হবে। বাংলার মানুষ ঠিক করে ফেলেছে এবার পরিবর্তন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের নামের তালিকা পঠাননি এখনও। বিজেপি সরকার এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত। কৃষকদের অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা দেওয়া হবে।’

BJP Rath Yatra LIVE: '৫০০ কোটি টাকা ব্যয়ে রাজবংশী সংস্কৃতি কেন্দ্র, ২৫০ কোটি টাকায় পঞ্চানন বর্মার নামে স্মারক', কোচবিহারের সভায় অমিত

কোচবিহারের রাসমেলা ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এত বছর ধরে কংগ্রেস, বাম, তৃণমূল এসেছে। রাজবংশীদের সংস্কৃতির সম্মান হয়নি। ৫০০ কোটি টাকা দিয়ে রাজবংশী সংস্কৃতি কেন্দ্র তৈরি হবে। ২৫০ কোটি টাকা দিয়ে পঞ্চানন বর্মার নামে স্মারক তৈরি হবে। এই অঞ্চলকে বিশেষ পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে।’

BJP Rath Yatra LIVE: 'নারায়ণী সেনা মুঘলদের দিনে তারা দেখিয়ে ছেড়েছিল', কোচবিহারের সভায় অমিত

কোচবিহারের রাসমেলা ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এবার ২০০-র বেশি আসন জিতে বিজেপি ক্ষমতায় আসবে। এই পরিবর্তন যাত্রা বোমাবাজি বন্ধ করার জন্য। নারায়ণী সেনা মুঘলদের দিনে তারা দেখিয়ে ছেড়েছিল।’

BJP Rath Yatra LIVE: 'পিসি-ভাইপোর দুর্নীতি শেষ করার পরিবর্তন যাত্রা', কোচবিহারের সভায় অমিত

কোচবিহারের রাসমেলা ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পিসি-ভাইপোর দুর্নীতি শেষ করার পরিবর্তন যাত্রা। এই পরিবর্তন যাত্রা কৃষকদের দুর্দশা দূর করার জন্য। এই পরিবর্তন যাত্রা সোনার বাংলা তৈরি করার জন্য।’

BJP Rath Yatra LIVE: 'এই পরিবর্তন যাত্রা বাংলার পরিবর্তনের জন্য', কোচবিহারের সভায় অমিত

কোচবিহারের রাসমেলা ময়দানের জনসভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই পরিবর্তন যাত্রা বাংলার পরিবর্তনের জন্য। এই পরিবর্তন যাত্রা অনুপ্রবেশকারীদের রুখে দেওয়ার জন্য। ‘বিজেপি ক্ষমতায় এলে পাখিও অনুপ্রবেশ করতে পারবে না।’

BJP Rath Yatra LIVE: রাসমেলা ময়দানে ফ্লেক্স-বিতর্ক

সভার আগে রাসমেলা ময়দানের আশেপাশে বেনামে ফ্লেক্স পড়েছে।  তাতে নরেন্দ্র মোদি, অমিত শাহদের দেওয়া প্রতিশ্রুতি কোথায় গেল সেই প্রশ্ন তোলা হয়েছে।  বিজেপির অভিযোগ, বেনামে ফ্লেক্স দেওয়া হলেও আসলে তা তৃণমূলের কীর্তি।  যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। 

BJP Rath Yatra LIVE: বঙ্গসফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ভোটের মুখে ফের বঙ্গসফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আজ সকাল সাড়ে ১২ টা নাগাদ কোচবিহারে এসে পৌঁছান তিনি।  সরাসরি রাসমেলার মাঠে চলে যান তিনি।  কোচবিহারের রাসমেলা ময়দান থেকেই পরিবর্তন যাত্রার সূচনা করবেন অমিত শাহ।

প্রেক্ষাপট

কোচবিহার ও উত্তর ২৪ পরগনা: ভোটের মুখে ফের বঙ্গসফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আজ সকাল ১১টা নাগাদ তাঁর কোচবিহারে আসার কথা।  বিজেপি সূত্রে খবর, মদনমোহন মন্দিরে পুজো দিয়ে তাঁর রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন অমিত শাহ।  রাসমেলা ময়দানে তাঁর সভা রয়েছে।  তারপর কোচবিহারের রাসমেলা ময়দান থেকেই পরিবর্তন  যাত্রার সূচনা করবেন তিনি।  তবে সভার আগে রাসমেলা ময়দানের আশেপাশে বেনামে ফ্লেক্স পড়েছে।  তাতে নরেন্দ্র মোদি, অমিত শাহদের দেওয়া প্রতিশ্রুতি কোথায় গেল সেই প্রশ্ন তোলা হয়েছে।  বিজেপির অভিযোগ, বেনামে ফ্লেক্স দেওয়া হলেও আসলে তা তৃণমূলের কীর্তি।  যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.