বীরভূম : সিনেমায় তিনি পছন্দ করতেন ভিলেনদের! আওড়াতেন শোলের গব্বর সিংয়ের সংলাপ! তবে রাজনৈতিক বিরোধীদের কাছে অনুব্রত মণ্ডলও কোনও ভিলেনের থেকে কম ছিলেন না! আর তাঁর হুমকি-হুঁশিয়ারিও ছিল রাজ্য রাজনীতিতে ঝড় তোলার পক্ষে যথেষ্ট! তবে তিনি যে শুধু হুমকি দিয়েই থামতেন না, গাঁজা-কেসে সত্যিই জেল খাটিয়েছেন, এমনটাই অভিযোগ উঠল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে।
BJP কর্মীর অভিযোগ
গরুপাচার মামলায় ( Cow Smuggling ) জেলবন্দি অনুব্রত মণ্ডলের ( Anubrata Mondal ) বিরুদ্ধে এবার গাঁজা কেসে ( Weed Case ) ফাঁসিয়ে জেল খাটানোর অভিযোগ উঠল। অভিযোগকারী দুবরাজপুরের ঘাটগোপালপুরের বাসিন্দা মোতাহার খান ( Motahar Khan ) । গরুপাচার মামলায় এবার দোর্দণ্ডপ্রতাপ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি গ্রেফতার হওয়ায় তিনি খুশি, দাবি অভিযোগকারীর।
আরও পড়ুন :
গণধর্ষণকাণ্ডে ২ বিএসএফ জওয়ানের গ্রেফতারি, 'কাশ্মীরে সেনার বিরুদ্ধে এমন ভুয়ো অভিযোগ ওঠে' মত দিলীপের
দু’-দুটি গাঁজা কেসে গ্রেফতার
অভিযোগকারী মোতাহার খানের দাবি, তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে থাকলেও, দুর্নীতির প্রতিবাদ করে ২০১৭-য় তিনি বিজেপিতে যোগ দেন। অভিযোগ, এরপরই ২০১৮ সালে তাঁকে দু’-দুটি গাঁজা কেসে ফাঁসিয়ে গ্রেফতার করানো হয়।
পুলিশের ওপর হামলার ঘটনায় নাম জড়ানো হয় অভিযোগকারী মোতাহারের স্ত্রী ও ছেলের। অনুব্রতর নির্দেশেই তাঁকে মাদক মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করানো হয় বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, কয়েকমাস আগে অনুব্রতর সঙ্গে দেখা করায় ফের হুমকির মুখে পড়তে হয়।
একবার দলীয় সভা থেকে বিক্ষুব্ধদের গাঁজার কেস দিয়ে অ্যারেস্ট করিয়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। সে কথা সবারই জানা। তবে তিনি যে সত্যি - সত্যিই এভাবে মানুষকে ফাঁসিয়ে দিতেন, সেই দাবিই করলেন বীরভূমের এই বিজেপি কর্মী। বীরভূমের রাজনীতিতে বারবার চমক দেখিয়েছেন যে অনুব্রত মণ্ডল, সেই তিনিই এবার সিবিআই জালে ।
আরও পড়ুন :
সকাল থেকেই অঝোর বর্ষণ, চলবে দিনভর, কোথায় ভারী বৃষ্টি