দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে বিজেপি কর্মীকে কুপিয়ে খুন
ABP Ananda, Web Desk | 28 Jul 2018 10:25 AM (IST)
মন্দিরবাজার: দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা এলাকায় এক বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। অভিযোগ, গতকাল রাত ৮টা নাগাদ দোকান থেকে বাড়ি ফেরার সময় শিবতলা মোড়ের কাছে, শক্তিপদ সর্দার নামে ওই বিজেপি কর্মীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় তৃণমূল জড়িত বলে বিজেপি অভিযোগ করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। এলাকায় বসেছে পুলিশ পিকেট।