শুভেন্দুর সভায় যাওয়ার পথে নন্দীগ্রামে বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর, নিখোঁজ, আহত বেশ কয়েকজন, অভিযুক্ত তৃণমূল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Dec 2020 01:29 PM (IST)
হুঁশিয়ারির সুরে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এর ফল ভুগতে হবে।
NEXT
PREV
পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের ওপর হামলা করা হল। অভিযোগ, সোনাচূড়া ও গোপালনগর থেকে আসার পথে, ভূতার মোড়ে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল। শুভেন্দুর দাবি, এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
এছাড়া ভাঙচুর করা হয়েছে ৩টি গাড়ি। বিজেপি দাবি করেছে, হামলার পর থেকেই তাদের বেশ কয়েকজন কর্মীর খোঁজ মিলছে না। হুঁশিয়ারির সুরে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এর ফল ভুগতে হবে। যদিও এ নিয়ে এখনও তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর আজ প্রথম নন্দীগ্রামে পা রাখলেন শুভেন্দু অধিকারী। অরাজনৈতিক কর্মসূচিতে টেঙ্গুয়া থেকে নন্দীগ্রাম বাজারের কাছে জানকীনাথ মন্দির পর্যন্ত পদযাত্রা করেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক। মন্দিরের পুজোয় যোগও দেন তিনি। আজ রাজনৈতিক নয়, ধর্মীয় অনুষ্ঠানে এসেছি। রাজনৈতিক অনুষ্ঠানে আসব ৮ তারিখ। শুধু নন্দীগ্রাম থেকেই ১ লক্ষ মানুষ সেদিন আসবেন। বলেছেন শুভেন্দু।
এ মাসের মাঝামাঝি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নেন শুভেন্দু। তাঁর সঙ্গেই শিবির বদলান পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল-সহ তৃণমূল, বাম ও কংগ্রেসের মোট ১০ জন বিধায়ক। ২৪ তারিখ নিজস্ব দুর্গ কাঁথিতে মেগা রোড শোর পর সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শুভেন্দু। বলেন, ৭ তারিখ নন্দীগ্রামে তৃণমূল নেত্রীর সভা। পরদিনই তিনি নন্দীগ্রামে গিয়ে এর জবাব দেবেন। কিন্তু গতকাল তৃণমূল জানিয়ে দিয়েছে, মমতা ৭ তারিখ নন্দীগ্রাম যাচ্ছেন না। স্থানীয় তৃণমূল নেতা অখিল গিরি অসুস্থ, তিনি সেরে ওঠার পর নন্দীগ্রামে সভা করতে যাবেন তিনি।
পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের ওপর হামলা করা হল। অভিযোগ, সোনাচূড়া ও গোপালনগর থেকে আসার পথে, ভূতার মোড়ে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল। শুভেন্দুর দাবি, এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
এছাড়া ভাঙচুর করা হয়েছে ৩টি গাড়ি। বিজেপি দাবি করেছে, হামলার পর থেকেই তাদের বেশ কয়েকজন কর্মীর খোঁজ মিলছে না। হুঁশিয়ারির সুরে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এর ফল ভুগতে হবে। যদিও এ নিয়ে এখনও তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর আজ প্রথম নন্দীগ্রামে পা রাখলেন শুভেন্দু অধিকারী। অরাজনৈতিক কর্মসূচিতে টেঙ্গুয়া থেকে নন্দীগ্রাম বাজারের কাছে জানকীনাথ মন্দির পর্যন্ত পদযাত্রা করেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক। মন্দিরের পুজোয় যোগও দেন তিনি। আজ রাজনৈতিক নয়, ধর্মীয় অনুষ্ঠানে এসেছি। রাজনৈতিক অনুষ্ঠানে আসব ৮ তারিখ। শুধু নন্দীগ্রাম থেকেই ১ লক্ষ মানুষ সেদিন আসবেন। বলেছেন শুভেন্দু।
এ মাসের মাঝামাঝি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নেন শুভেন্দু। তাঁর সঙ্গেই শিবির বদলান পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল-সহ তৃণমূল, বাম ও কংগ্রেসের মোট ১০ জন বিধায়ক। ২৪ তারিখ নিজস্ব দুর্গ কাঁথিতে মেগা রোড শোর পর সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শুভেন্দু। বলেন, ৭ তারিখ নন্দীগ্রামে তৃণমূল নেত্রীর সভা। পরদিনই তিনি নন্দীগ্রামে গিয়ে এর জবাব দেবেন। কিন্তু গতকাল তৃণমূল জানিয়ে দিয়েছে, মমতা ৭ তারিখ নন্দীগ্রাম যাচ্ছেন না। স্থানীয় তৃণমূল নেতা অখিল গিরি অসুস্থ, তিনি সেরে ওঠার পর নন্দীগ্রামে সভা করতে যাবেন তিনি।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -