গড়বেতা: ফেসবুকে আলাপ। বান্ধবীর মন পেতে হাত কেটে এফ- ফিফটি সেভেন লিখে ব্লু হোয়েলের গল্প ফাঁদে স্কুলছাত্র। গড়বেতাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। সূত্রের খবর, প্রথমে টমেটো সস দিয়ে হাতে লিখে, সেই ছবি একাদশ শ্রেণির ওই ছাত্রকে পাঠায় বান্ধবী। এরপরই সহানুভূতি কুড়োতে সে নিজের হাত কেটে ‘এফ ৫৭’ লিখে অনলাই গেমের গল্প ফাঁদে।
ছাত্রের ফোনে ব্লু- হোয়েল সংক্রান্ত কোনও লিঙ্ক আসেনি, কোনও ফোনও আসেনি। মিথ্যা বলেছে ওই ছাত্র, খবর পুলিশ সূত্রে। সহানুভূতি কুড়োতেই ব্লু হোয়েলের গল্প ফেঁদে ৪ দিন ধরে ব্লু হোয়েল গেম খেলার অভিনয় শুরু করে ছাত্রটি। ওই ছাত্র ও বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ।
প্রসঙ্গত, গতকালই খবর ছড়ায় রাজ্যে ফের ব্লু হোয়েল আতঙ্ক দেখা গিয়েছে! পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় অনলাইনে মারণ গেমের ফাঁদে পড়েছে একাদশ শ্রেণির এক ছাত্র। ব্লেড দিয়ে হাত কাটতে হয়েছে বলে দাবি ছাত্রের। যদিও পুলিশ সুপার দাবি করে, গল্প ফেঁদেছিল সে!
গড়বেতার স্কুলের একাদশ শ্রেণির ছাত্র দাবি করে, কয়েকদিন আগে তার মোবাইল ফোনে মেসেজে একটি লিঙ্ক আসে। সেই লিঙ্কে ক্লিক করতেই মোবাইল ফোনে আপনা আপনি ডাউনলোড হয়ে যায় ‘ব্লু হোয়েল চ্যালেঞ্জ’। এরপর তার কাছে অচেনা নম্বর থেকে ফোন আসে। তার দাবি, ফোনে আমার সব বায়োডাটা বলে দিল। বলল, চ্যালেঞ্জ নিতে পারবে। যখম বললাম পারব, একটা করে টাস্ক দিতে শুরু করল।
ছাত্রের দাবি, এর পর টাস্ক অনুযায়ী, ব্লেড দিয়ে হাত কেটে ‘এফ-৫৭’ লেখে সে। বিষয়টি স্কুলের এক বান্ধবীকে জানিয়েছিল। সেই বান্ধবীই এক স্কুল শিক্ষককে বিষয়টি জানায়। খবর যায় অভিভাবকের কাছে।
যদিও পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষের দাবি, গোটাটাই নাটক। তিনি বলেন, ছেলেটি গল্প ফেঁদেছিল। হাতে সস লাগিয়েছিল। ঘটনার তদন্তে নামে গড়বেতা থানার পুলিশ। ছাত্রের সঙ্গে কথা বলে আজ এই চাঞ্চল্যকর তথ্য হাতে এল তদন্তকারীদের।
ফেসবুকে আলাপ হওয়া বান্ধবীর কথায় হাত কেটে, সহানুভূতি কুড়োতে ব্লু হোয়েলের গল্প ফাঁদে গড়বেতার ছাত্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Aug 2017 01:46 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -