সিউড়ি: বোনকে ডাক্তার দেখিয়ে ফিজ হিসেবে ৩০০ টাকা দশ টাকার কয়েনে দিয়েছিলেন দাদা। কিন্তু, এত কয়েনে আপত্তি চিকিত্সকের। প্রেসক্রিপশন না দেওয়ার অভিযোগ।
ব্যাঙ্ক, থানা, জেলাশাসকের দফতর ঘুরেও মেলেনি সুরাহা। ওষুধ না নিয়েই ফিরতে হল যুবককে। ঝাড়খণ্ডের রানিশ্বরের যুবক নকুল রাইয়ের দাবি, বোন অসুস্থ হওয়ায় গতকাল তাঁকে সিউড়িতে ডাক্তার দেখাতে নিয়ে আসেন। কিন্তু, ডাক্তারকে ১০ টাকার কয়েনে ৩০০ টাকা ফিজ দেওয়ায় তিনি নিতে চাননি। প্রেসক্রিপশন দিয়েও কেড়ে নেন বলে অভিযোগ। যুবকের দাবি, এরপর অসুস্থ বোনকে রেখে তড়িঘড়ি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে যান তিনি। কিন্তু, সেখানেও কয়েন বদলে দেওয়া হয়নি। বিপদে পড়ে থানায় গেলেও মেলেনি সুরাহা। পাঠানো হয় জেলাশাসকের দফতরে।
যুবকের অভিযোগ, সেখানকার কর্মীরাও তাঁকে কোনও সাহায্য করেননি। যদিও, প্রেসক্রিপশন আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ডাক্তার দেখিয়ে ফিজ হিসেবে ৩০০ টাকা কয়েনে দেওয়ায় মিলল না প্রেসক্রিপশন, থানায় গিয়েও মেলেনি সুরাহা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Aug 2017 08:58 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -