উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার অশোকনগরে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার গৃহবধূর দেহ। গুমার মণ্ডলহাটের বাসিন্দা ঝর্ণা অধিকারী গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন। পরে বাড়ির কাছেই ডোবা থেকে উদ্ধার হয় তাঁর দেহ। অশোকনগর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূর স্বামী। বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।