মুর্শিদাবাদ: ভোরের আলো ফোটার আগেই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মুর্শিদাবাদ। আজ ভোর সাড়ে ৫টা নাগাদ বাস উল্টে নয়ানজুলিতে পড়ে গিয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১৩ জন।

দুর্ঘটনাটি ঘটেছে বেলডাঙার বেগুনবাড়িতে। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমতলা থেকে বাসটি বেলডাঙায় আসছিল। স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান।