নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ ও রাজস্থানের তিনটি লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচন হবে আগামী ২৯ জানুয়ারি। দিন ঘোষণা করল নির্বাচন কমিশন।


গত ৪ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তৃণমূল সাংসদ সুলতান আহমেদের। তাঁর মৃত্যুর পর থেকে ফাঁকা পড়ে রয়েছে উলুবেড়িয়া আসনটি।


একইভাবে, ২ বিজেপি সাংসদ মহন্ত চন্দ্রনাথ ও সনোয়ার লাল জাটের মৃত্যুর পর থেকে ফাঁকা রয়েছে যযাক্রমে আলোয়ার ও আজমেড়ের আসনগুলি।


একইদিনে উপ-নির্বাচন হবে রাজ্যের নোয়াপাড়া ও রাজস্থানের মণ্ডলগড় বিধানসভা কেন্দ্রে। এদিন কমিশন জানিয়েছে, উপ-নির্বাচনের নির্দেশিকা জারি করা হবে আগামী ৩ ফেব্রুয়ারি। ফলাফল ঘোষণা ১ ফেব্রুয়ারি।