বিয়ে করে ফেরার পথে মারাত্মক দুর্ঘটনা, রামপুরহাটে মৃত ৪
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Jan 2018 08:53 AM (IST)
রামপুরহাট: বীরভূমের রামপুরহাটে পথ দুর্ঘটনায় মারা গেলেন ৪ জন। বিয়ে করে ফেরার পথে লরির সঙ্গে সংঘর্ষে গাড়ির চালক সহ ৪ যাত্রীর মৃত্যু হল। আহতের সংখ্যা ৬, তাঁদের মধ্যে রয়েছেন নব দম্পতিও। গতকাল গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটের মনসুবা মোড়ে। দুর্ঘটনার পর গাড়িতে আগুন ধরে যায়। জানা গিয়েছে, পাত্রের অবস্থা অশঙ্কাজনক, নববধূর হাতে আঘাত লেগেছে। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনে। আহতদের রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। লরি আটক হলেও চালক পলাতক।