কলকাতা: চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার। ফের সরকারি হাসপাতালে আছড়ে পড়ল রোগীর পরিবারের রোষ। প্রসূতি বিভাগের সামনে তুমুল ধস্তাধস্তি, দেদার ভাঙচুর। হুগলির চন্দননগর জেলা হাসপাতালে তুলকালাম।


চন্দননগরের কাঁটাপুকুরের বাসিন্দা শিল্পা দাসের পরিবারের দাবি, শনিবার সকালে প্রসবযন্ত্রণা ওঠায় শিল্পাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, ইউএসজি-র পর তাঁকে সুস্থ বলে ছুটি দিয়ে দেন চিকিৎসক। বাড়ি ফেরার পর ফের যন্ত্রণা শুরু হওয়ায় শিল্পাকে আবার নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রবিবার সকালে মৃত শিশু প্রসব করেন এই গৃহবধূ।

এরপরই চিকিৎসার গাফিলতির অভিযোগে ধুন্ধুমার বেধে যায় হাসপাতালে। আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য রোগী ও তাঁদের আত্মীয়রা। যদিও গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশ হাসপাতালে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। রোগীর পরিবারের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্টের নালিশ জানায় চন্দননগর হাসপাতাল কর্তৃপক্ষ। সবদিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।