ভুয়ো ওয়েবসাইটে প্রাথমিক টেটের ফলপ্রকাশ করে প্রতারণা, গ্রেফতার ৩
ABP Ananda, web desk | 03 Mar 2017 10:31 AM (IST)
কলকাতা: ভুয়ো ওয়েবসাইটে ২০১৪ সালের প্রাথমিক টেটের ফলপ্রকাশ করে প্রতারণার অভিযোগ।গ্রেফতার ৩। অভিযোগ, ভুয়ো ওয়েবসাইট খুলে, প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো ব্যবহার করে টেটের ফলপ্রকাশ করা হয়। এনিয়ে বিধাননগর কমিশনারেটের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব। তদন্তে নেমে গতকাল সন্ধেয় ধর্মতলা থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে টেটের অ্যাডমিট কার্ড, মার্কশিট, ভুয়ো ইন্টারভিউ লেটার, ভুয়ো নিয়োগপত্র-সহ বিভিন্ন নথি। বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ১ লক্ষ ৬২ হাজার টাকা ও ৭টি মোবাইল।