অভিজিৎ চৌধুরী, মালদা: খোওয়া যাওয়া টাকার ব্যাগ উদ্ধারের পর নিজের উদ্যোগে ব্যাগের মালিকের কাছে তা ফিরিয়ে দিলেন এক সিভিক ভলেন্টিয়ার। ঘটনা মালদা জেলার রথবাড়ি এলাকায়। ব্যাগ খোওয়া যাওয়ার পর তা ও তাতে থাকা টাকা পাওয়ার প্রত্যাশাই ছেড়ে দিয়েছিলেন কুশিমন বিবি, তবে সিভিক ভলেন্টিয়ার সুরজ দাসের সুবাদে সেই টাকা ফিরে পেয়ে দারুণ খুশি ওই মহিলা। আর জনৈক সিভিক ভলেন্টিয়ারের সততায় মুগ্ধ সকলেই।
মঙ্গলবার সকালে ব্যাগটি খোওয়ান কুশিমন বিবি। ইংরেজ বাজার থানার বাগবাড়ি এলাকার বাসিন্দা কুশিমন বিবি এদিন সকালে বাজার করতে মালদা শহরে আসেন। তাঁর সঙ্গে ব্যাগে ছিল প্রায় হাজার নয়েক টাকাও। ওই সময়ই কোনওভাবে তার টাকার ব্যাগ খোয়া যায় বলে অভিযোগ। পরে সেই ব্যাগটি কুড়িয়ে পান কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার সুরজ দাস। মালদা শহরের রথবাড়ি এলাকায় টাকার ব্যাগ কুড়িয়ে পান তিনি।
দাবিহীন একটি ব্যাগ পড়ে থাকতে দেখে প্রথমে সন্দেহ হয় তাঁর, পরে তিনি নিজেই সেটি উদ্ধার করেন। তারপর ব্যাগের মধ্যেই খোঁজ করে টাকার হদিসও পান তিনি। আরও একটু খুঁজে বের করেন মহিলার ফোন নম্বরও। সৌভাগ্যবশত ব্যাগে কুশিমন বিবির ফোন নম্বরটি ছিল, সেটা দেখেই দ্রুত ব্যাগের মালিকের সঙ্গে যোগাযোগ করতে দেরী করেননি সিভিক ভলেন্টিয়ার সুরজ দাস।
খবর পেয়ে মালদা রথবাড়ি ট্র্যাফিকে এসে পৌঁছান ওই মহিলা। ট্রাফিক ডিএসপি বিপুল ব্যানার্জি এবং ভারপ্রাপ্ত ট্রাফিক ওসি নন্দন কুমার এর উপস্থিতিতে সিভিক ভলেন্টিয়ার টাকার ব্যাগ ওই মহিলার হাতে তুলে দেওয়া হয়। ব্যাগ খোওয়ানোর পর তা ফিরে পাওয়ার আশা ছেড়ে দিলেও সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় তা ফিরে পেয়ে দারুণ খুশি মহিলা। তিনি ওই সিভিক ভলেন্টিয়ারকে বিশেষভাবে ধন্যবাদ জানান। আর টাকার ব্যাগ ফিরিয়ে নিজের কর্তব্য ও পেশাদারিত্বের পাশাপাশি সততার নজির গড়ে সকলের থেকেই প্রশংসিত হন রথবাড়ি ট্র্যাফিকে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার সুরজ দাস।