উত্তর ২৪ পরগনা: স্কুলের ইউনিফর্ম পরেই সহপাঠীদের সঙ্গে রং খেলেছিল সে! তা নিয়ে রাগারাগি করেছিলেন মা। ছেলেকে শাসন করেছিলেন। অভিযোগ, সেই অভিমানেই আত্মঘাতী নবম শ্রেণির ছাত্র! ঘটনা ঘিরে উত্তর ২৪ পরগনার অশোকনগরে রঙের উৎসবের আনন্দ ফিকে হয়ে গেছে!
বছর চোদ্দোর শুভজিৎ হালদার। অশোকনগর বয়েজ সেকেন্ডারি হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র। বাড়ি অশোকনগরে। বুধবার সন্ধেয় বাড়ি থেকে শুভজিতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পরিবারের দাবি, বুধবার বিকেলে স্কুলের বন্ধুদের সঙ্গে রং খেলে বাড়ি ফেরে শুভজিৎ। সেজন্য তাকে বকাবকি করেন মা। মারধরও করেন। কাঁদতে কাঁদতে শুভজিৎ চলে যায় নিজের ঘরে। খাবার সময় ছেলেকে ডাকতে গিয়ে মা পম্পা হালদার দেখেন ঘরের দরজা বন্ধ। সাড়াশব্দ না পেয়ে তিনি প্রতিবেশীদের ডাকেন। পরে দরজা ভেঙে শুভজিতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
সরকারি বাস চালকের ছেলে শুভজিতের মৃত্যুতে গোটা এলাকায় শোকের আবহ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।
স্কুলে বন্ধুদের সঙ্গে রং খেলায় বকুনি মায়ের, অভিমানে ‘আত্মঘাতী’ নবম শ্রেণির ছাত্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Mar 2018 05:29 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -