পূর্ব মেদিনীপুর: পুলিশ ও প্রশাসনের নিষেধাজ্ঞা সত্বেও দৌরাত্ম্য দেখিয়েছে শব্দবাজি। সেই শব্দবাজিতেই হাত হারাল এক ছাত্র! তেমনই অনুমান পুলিশের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার নরঘাটে।
স্থানীয় সূত্রে খবর, অন্যদের সঙ্গে শনিবার রাতে বাজি পোড়াচ্ছিল নবম শ্রেণির ছাত্র নীলাঞ্জন মাইতি। হঠাত্ই একটি শব্দবাজি ফেটে যায় তার হাতে। মারাত্মক জখম অবস্থায় ছাত্রটিকে প্রথমে চণ্ডীপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে, ভর্তি করা হয় তমলুক জেলা হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, ছাত্রেডান হাতের কব্জি থেকে বাদ দিতে হয়েছে। কিন্তু পুলিশি নজরদারি থাকা সত্বেও কীভাবে ফাটল নিষিদ্ধ শব্দবাজি, কীভাবে ঘটল এই দুর্ঘটনা? উঠছে প্রশ্ন।