কলকাতা: তৃতীয় দফায় রাজ্যে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর গত ৫ মে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিধিনিষেধের কথা ঘোষণা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে লোকাল ট্রেন বন্ধ রাখার কথা জানিয়েছিলেন।ইতিমধ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ কিছুটা শিথিল হয়েছে। এই পরিস্থিতি অনেকেরই প্রশ্ন, লোকাল ট্রেন পরিষেবা ফের কবে থেকে শুরু হবে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, ‘গ্রামাঞ্চলে ভ্যাকসিনেশন ঠিকমতো হলেই লোকাল ট্রেন চলবে’।
তিনি বলেছেন, ‘এখনও রাজ্যের ১৪ কোটির বদলে ৩ কোটি ভ্যাকসিন মিলেছে। কলকাতায় এখনও পর্যন্ত ৭৫ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাওড়ায় এখনও পর্যন্ত ৮৫ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, রাজ্য আপাতত চালু হচ্ছে না লোকাল ট্রেন বলে গত ১২ অগাস্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ অগাস্ট পর্যন্ত রাজ্যে চালু থাকছে কোভিডের বিধিনিষেধ।মুখ্যমন্ত্রী বলেছিলেন, লোকাল ট্রেন চালু করতে আর একটু সময় নিচ্ছি, কারণ থার্ড ওয়েভটা দেখে নিতে হবে। আরও ১৫ দিন এটা থাকবে, অগাস্টের ৩০ পর্যন্ত।এরমধ্যে মুখ্যমন্ত্রী টিকাকরণের গতি বাড়ানোর চেষ্টার কথা বলেছিলেন। বলেছিলেন, ৫০ শতাংশ টিকাকরণ হয়ে গেলে ট্রেন চালু করে দেওয়া হবে।
কার্যত সেদিনের কথাই এদিন নবান্নে ফের বললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, করোনার থার্ড ওয়েভে শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা বলা হচ্ছে। তাই এখনও ট্রেন চালু করে দিলে ভিড়ে যাতায়াত করে বাড়ি ফিরলে কোনও শিশুর আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে। এজন্য আরও কিছুটা সময় দেখে নেওয়া প্রয়োজন। তারপর লোকাল ট্রেন চালু করে দেব।
উল্লেখ্য, লোকাল ট্রেন চালানোর দাবিতে এর আগে একাধিক স্টেশনে রেল অবরোধের ঘটনা ঘটেছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা ফের চালুর অনুমতি দেওয়া হয়নি। বর্তমানে রেলের কর্মীদের জন্য কিছু স্পেশ্যাল ট্রেন চলছে। এই ট্রেনগুলিতে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদেরও।