আশাবুল হোসেন, দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা:  পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবার জিজ্ঞাসাবাদের পর, ফের ডেকে পাঠিয়েছে ইডি। রাজ্যের আইনমন্ত্রীকেও ইডি তলব করেছে বলে এএনআই সূত্রে খবর। বিভিন্ন মামলার তদন্তে তৃণমূল নেতাদের তলব ঘিরে  তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে বাগযুদ্ধ।


গত সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। সোমবার আইকোর-মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে দু’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। আইকোর মামলায় ক্যামাক স্ট্রিটে শিল্পসদনে গিয়ে শিল্পমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। চিটফান্ড নিয়ে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যা জানতে চেয়েছিল, সব জানিয়েছি, জানালেন পার্থ চট্টোপাধ্যায়।


আর কয়লাকাণ্ডের তদন্তে, এবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল ইডি। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর। এরইমধ্যে কয়লাকাণ্ডে আগামী সপ্তাহের মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ফের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।


আর তৃণমূলের হেভিওয়েটদের কেন্দ্রীয় এজেন্সির পরপর এই তলব ঘিরেই চড়ছে বঙ্গ রাজনীতির পারদ।গত সোমবার দিল্লিতে ইডি-র দফতরে গিয়ে, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইডি সূত্রে দাবি, এরপর ফের ডাকা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।কিন্তু, কম সময়ের নোটিসে যেতে পারবেন না বলে জানান তিনি। 


অভিষেককে তলব প্রসঙ্গে মুখ খুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, একটা ইন্টেনশন না থাকলে বুঝতে পারেন, আজকে ন’ঘণ্টা জেরা করার পর বলছে কাল আবার আসুন।


এবার ২১ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের দিল্লির সদর দফতরে ডেকেছে ইডি। শিল্পমন্ত্রীকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ এবং আইনমন্ত্রীকে ইডির তলবের পাশাপাশি এই বিষয়টি নিয়েও সুর চড়িয়েছে তৃণমূল।পাল্টা জবাব দিয়েছে বিজেপি।


তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়  বলেছেন, এটা প্রতিহিংসার রাজনীতি। এটাই চালাচ্ছে বিজেপি। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না। চিটফান্ডের কেস বাম আমলে আরম্ভ হয়েছিল।


সব মিলিয়ে ভবানীপুরে উপ নির্বাচনের মুখে, কেন্দ্রীয় সংস্থার লাগাতার তলব ঘিরে সরগরম রাজনীতি।