পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা: পূর্ব মেদিনীপুরে কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ স্থানীয় যুবকের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনায় টিউশন পড়তে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। প্রতিবেশী যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের ছাত্রীর পরিবারের।
কলেজে যাওয়ার পথে নিখোঁজ প্রথম বর্ষের ছাত্রী। স্থানীয় যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের পরিবারের। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের বাসিন্দা ওই ছাত্রীর পরিবারের দাবি, ১৩ মার্চ সকালে সাইকেল নিয়ে কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোন। কলেজের কাছে এক আত্মীয়ের দোকানে সাইকেল রাখেন।
পরিবারের অভিযোগ, তারপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বাজকুল মহামিলনী বিদ্যালয়ের প্রথম বর্ষের বাংলা অনার্সের ওই ছাত্রীর। ভগবানপুরের হিঞ্চাগেড়িয়ার বাসিন্দা বিবেক সর্দার নামে এক যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেছে নিখোঁজ ছাত্রীর পরিবার।
কী কারণে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ? পরিবারের দাবি, যেদিন ওই ছাত্রী নিখোঁজ হন, সেদিন সন্ধেয় অভিযুক্ত যুবকের মোবাইল ফোন থেকে নিখোঁজ ছাত্রীর এক আত্মীয়ের মোবাইলে ফোন আসে।
ফোন ওই যুবক বলেন, আমরা দু’জনে চলে যাচ্ছি। অভিযোগ, তারপর থেকে বন্ধ অভিযুক্ত যুবকের মোবাইল ফোন। যদিও অভিযুক্ত যুবকের সঙ্গে নিখোঁজ ছাত্রীর মধ্যে কোনও সম্পর্ক ছিল না বলেই দাবি পরিবারের। অভিযুক্ত যুবক ও ছাত্রীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, ১৪ মার্চ দুপুরে টিউশন পড়তে বেরিয়েছিল ডায়মন্ডহারবারের সরিষার বাসিন্দা দ্বাদশ শ্রেণির ছাত্রী। কিন্তু, এর পর থেকে তার আর কোনও খোঁজ নেই! রহস্য ঘনীভূত হয়েছে, ওই দিন থেকেই প্রতিবেশী এক যুবকের নিখোঁজ হওয়ায়। ছাত্রীর পরিবারের সন্দেহ, তাঁদের মেয়েকে অপহরণ করা হয়েছে। অভিযোগ, তাতে হাত রয়েছে প্রতিবেশী মেহবুব শেখের! আদতে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির বাসিন্দা হলেও, মেহবুব শেখ কর্মসূত্রে থাকতেন সরিষায়।
নিখোঁজ ছাত্রীর আত্মীয়ের দাবি, ১৫ মার্চ রাতে মেহবুব তাঁর পরিচিতকে ফোন করে জানান, ছাত্রীটি তাঁর সঙ্গেই রয়েছে। শুক্রবার মেহবুব শেখের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করে ডায়মন্ডহারবার থানার পুলিশ। ওই ছাত্রীর সঙ্গে মেহবুবের প্রেমের সম্পর্ক আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও, ছাত্রী কিম্বা ওই যুবকের এখনও কোনও হদিশ মেলেনি।
পূর্ব মেদিনীপুরে ‘অপহৃত’ কলেজছাত্রী, ডায়মন্ডহারবারে ‘অপহরণ’ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Mar 2018 04:38 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -