কলকাতা: কোটি কোটি টাকার নীরব কেলেঙ্কারি থেকে শিক্ষা। ইচ্ছুক বিনিয়োগকারীদের ব্যাঙ্ক রেকর্ড খতিয়ে দেখবে রাজ্য। শিল্প বাণিজ্য দফতর সূত্রে খবর। রাজ্যে যাঁরা বিনিয়োগ করতে চান, তাঁরা ল্যান্ড ব্যাঙ্ক, শিল্প তালুক বা ক্লাস্টার থেকে জমি নেওয়ার আবেদন জানালে উদ্যোগপতি বা বিনিয়োগকারীদের কোনও ঋণ আছে কিনা, সেই ঋণ পরিশোধ করা হচ্ছে কিনা, সেসবই খতিয়ে দেখবে রাজ্য সরকার। খতিয়ে দেখা হবে ওই উদ্যোগপতি বা বিনিয়োগকারীর বিরুদ্ধে কোনও জালিয়াতির অভিযোগ রয়েছে কিনা। রেকর্ড দেখার পর মিলবে ল্যান্ড ব্যাঙ্কের জমি। প্রসঙ্গত, রাজ্য সরকার হাওড়ার অঙ্কুরহাটিতে মেহুল চোকসির গীতাঞ্জলি সংস্থাকে জমি দেয়। নীরবকাণ্ড থেকে শিক্ষা নিয়ে এবার জমি দেওয়ার ব্যাপারে নয়া নিয়ম চালু করতে চলেছে রাজ্য সরকার।