উত্তর ২৪ পরগনা: মধ্যমগ্রামে টিউশন থেকে ফেরার পথে কলেজছাত্রীর ওপর হামলা। মাথায় ও ঘাড়ে ধারাল অস্ত্রের কোপ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছাত্রী।
পরিবারের দাবি, বুধবার রাতে টিউশন থেকে ফেরার পথে মধ্যমগ্রামের বিবেকানন্দ সরণিতে পিছন থেকে ছাত্রীর ওপর হামলা চালায় কাজি পাপ্পু নামে এক যুবক। ধারাল অস্ত্র দিয়ে ছাত্রীকে কোপানো হয় বলে অভিযোগ!
পুলিশ সূত্রে খবর, চলতি বছরের ১৮ জুলাই বাড়ি থেকে উধাও হয়ে যান দেগঙ্গার বাসিন্দা ওই কলেজছাত্রী। কাজি পাপ্পু নামে এক যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। এর কয়েকদিন পরেই ফিরে আসেন কলেজছাত্রী। এরপর ছাত্রীকে মধ্যমগ্রামে মাসির বাড়িতে পাঠিয়ে দেয় পরিবার।
পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ছাত্রীকে উত্যক্ত করতেন কাজি পাপ্পু। প্রেমের প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়াতেই হামলা বলে অভিযোগ ছাত্রীর পরিবারের।
ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জেরায় কাজি পাপ্পুর দাবি, তিনি ছাত্রীকে বিয়ে করেছিলেন এবং তারপরও কলেজের এক সহপাঠীর সঙ্গে সম্পর্কে জড়ান ছাত্রী। সেজন্যই হামলা বলে দাবি ধৃতের।
দাবির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় আর জি কর হাসপাতালে ভর্তি কলেজ ছাত্রী।
প্রেম প্রত্যাখ্যানের ‘মাসুল’! কলেজছাত্রীর মাথায় ধারাল অস্ত্রের কোপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Nov 2017 08:54 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -