কলকাতা: কমার্শিয়াল ট্যাক্স কর্তার রহস্যমৃত্যু!বাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার ঝুলন্ত দেহ।স্ত্রী-র সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের জের? দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানা এলাকার ঘটনায় ঘনীভূত রহস্য।
স্ত্রী চন্দনা রায় ও ১১ বছরের ছেলেকে নিয়ে সোনারপুর থানার গড়িয়া এলাকার এই বাড়িতেই থাকতেন কমার্শিয়াল ট্যাক্সের জয়েন্ট কমিশনার, বছর বাহান্নর সুকৃতিকুমার রায়।অসুস্থ হয়ে পড়ায় কয়েকদিন অফিস না গিয়ে বাড়িতেই ছিলেন। স্ত্রী-র দাবি, বুধবার বিকেলে ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন তিনি।ফিরে দেখেন, স্বামীর কোনও খোঁজ নেই। ছাদে গিয়ে দেখা যায়, চিলেকোঠার ঘর ভিতর থেকে বন্ধ। পরিবারের সদস্যদের খবর দেন স্ত্রী।
তাঁরা এসে দরজা ভেঙে দেখেন, জানালা থেকে ঝুলছে সুকৃতিকুমারের দেহ!
পরিবারের দাবি, একাধিক পুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী।স্বামীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন। ঠিকঠাক খেতেও দিতেন না।এমনকী সপ্তাহখানেক আগে, সুকৃতিকুমার রায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও দাবি পরিজনদের।প্রতিবেশীদেরও দাবি, দম্পতির মধ্যে প্রায়ই অশান্তি হত।
যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে, পরিবারের সদস্যদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন স্ত্রী।
প্রথমপক্ষের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর, ১২ বছর আগে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন কমার্শিয়াল ট্যাক্সের জয়েন্ট কমিশনার, সুকৃতিকুমার রায়। তাঁর রহস্যমৃত্যুর ঘটনায় সেই স্ত্রী-র দিকেই অভিযোগের আঙুল পরিজনদের। স্ত্রী-র ভূমিকা খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ।
বাড়িতে উদ্ধার কমার্শিয়াল ট্যাক্স কর্তার দেহ, স্ত্রীর একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কের অভিযোগ পরিজনদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Nov 2017 08:36 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -