শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার- করোনার তৃতীয় ঢেউ রুখতে হাসপাতালগুলিতে চিকিৎসার পরিকাঠামো বাড়ানোর লক্ষ্যে কোচবিহার জেলায় 'স্বাস্থ্য ব্রত' প্রকল্প শুরু করেছে জেলা প্রশাসন। একইসঙ্গে স্বচ্ছতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হবে ওই প্রকল্পের আওতায়। এদিন জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকদের নিয়ে এই প্রকল্প সম্পর্কে কর্মশালার আয়োজন করা হয়। কোচবিহার ল্যান্সডাউন হলে এই কর্মশালা হয়।


করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমসিম অবস্থা। তার মধ্যেই চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাসের তৃতীয় ঢেউ। চিকিৎসক ও বিশেষজ্ঞ মহলের একাংশের আশঙ্কা, দ্বিতীয় ঢেউয়ের থেকে অনেকটাই মারাত্মক আকার নিতে পারে তৃতীয় ঢেউ। আর তাই স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে কোনওরকম আপসে নারাজ কোচবিহার জেলা প্রশাসন। রীতিমতো টিম তৈরি করে কাজ শুরু করেছে প্রশাসন। একইসঙ্গে দুটি টিম কাজ করবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। পরিকাঠামো সম্পর্কে কথা বলা হবে সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। মতামত নেওয়া হবে রোগী এবং তাঁদের আত্মীয়দের থেকেও।


কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান জানিয়েছেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা হাসপাতাল পর্যন্ত জেলার ৫০ টিরও বেশি চিকিৎসাকেন্দ্রে এই প্রকল্পের মাধ্যমে কাজের মূল্যায়ন করা হবে। তিনি জানিয়েছেন, হাসপাতালগুলির কাজকর্ম মূল্যায়ন করতে এক একটি টিম গঠন করা হয়েছে। এই টিম হাসপাতালে রোগী ও তাঁদের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে হাসপাতাল সম্পর্কে তাঁদের মতামত নেবেন। জেলাশাসক আরও জানিয়েছেন এক্ষেত্রে একটি হাসপাতালে টিম অন্য হাসপাতলে পরিদর্শন করে মূল্যায়ন করবেন যাতে স্বচ্ছতা বজায় থাকে। এছাড়াও হাসপাতালে পরিছন্নতা, স্বাস্থ্যব্যবস্থা সহ সঠিক চিকিৎসা ব্যবস্থার ইত্যাদি নজরে রাখা হবে এই প্রকল্পের মাধ্যমে।


রাজ্য স্বাস্থ্য দফতরের শনিবারের বুলেটিন অনুযায়ী, জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ২৭৬। মোট মৃত্যু হয়েছে ৯৩ জনের। একদিনে আক্রান্ত হয়েছেন ৪০ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় মৃতের সংখ্যা শূন্য । এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন মোট ২৬ হাজার ৫৩২ জন। মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬৫১।