সন্দীপ সরকার, কলকাতা : রাজ্যে কমছে করোনার সংক্রমণ। রবিরার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৮৪ জন। তবে, উৎকণ্ঠা বাড়াচ্ছে মৃত্যু। রাজ্যে দৈনিক মৃত্যু দেড়শোর আশপাশে ঘোরাফেরা করছে। এই অবস্থায় রাজ্যে এসে পৌঁছল আরও কোভিশিল্ড।
পুণের সিরাম ইন্সটিটিউট থেকে ২ লক্ষ ৭০ হাজার ডোজ ভ্যাকসিন রাজ্যে এসেছে। ভ্যাকসিনগুলিকে বাগবাজারের সেন্ট্রাল স্টোরে রাখা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, রবিবার রাজ্যে ১লক্ষ ৩৪ হাজার ৬৩৯ জন ভ্যাকসিন পেয়েছেন। এই অবস্থায় আরও প্রায় ৩ লক্ষ কোভিশিল্ডের ডোজ এসে পৌঁছনোয় রাজ্যে ভ্যাকসিন ভোগান্তি কমবে বলেই প্রত্যাশা।
এমনিতেই দ্বিতীয় দফার কার্যত লকডাউনের মধ্যেই রাজ্যে নিম্নমুখী করোনার গ্রাফ। করোনা নিয়ে তীব্র আতঙ্কের মধ্যেই একটু একটু করে মিলছে আশার আলোর। গত ২৪ ঘণ্টায় রাজ্যে যত মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছে, তার প্রায় দেড়গুণ মানুষ সংক্রমণ-মুক্ত হয়েছেন।
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হন ১২ হাজার ১৯৩। আর শনিবার তা নেমে আসে ১১ হাজারের কোঠায়। আর রবিবার রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৮৪ জন। এদিন, ১৮ হাজার ৬৪২ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন।
তবে, সংক্রমণ কমলেও, দৈনিক মৃতের সংখ্যা ঘোরাফেরা করছে দেড়শোর আশেপাশে। শুক্রবার একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১৪৫ জনের। শনিবার সংখ্যাটা ছিল ১৪৮। আর গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৪২ জনের।
এই পরিস্থিতিতে রাজ্যে এসে পৌঁছল আরও প্রায় ৩ লক্ষ কোভিশিল্ড। আরও ভ্যাকসিন এসে পৌঁছনোয় রাজ্যে টিকাকরণের প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলেই প্রত্যাশা ওয়াকিবহাল মহলের। এমনিতেই বারবার চিকিৎসকমহলের পক্ষ থেকে বলা হয়েছে, করোনার সঙ্গে যুদ্ধে দ্রুত টিকাকরণ ছাড়া কোনও উপায় নেই।
মাঝে দীর্ঘদিন ভ্যাকসিন ভোগান্তি, কেন্দ্রের সঙ্গে রাজ্যের সেই নিয়ে তরজা চললেও ক্রমাগত পরিস্থিতির উন্নতি হচ্ছে। এদিনই সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জুন মাসে কেন্দ্রে হাতে ১০ থেকে ১২ কোটি ভ্যাকসিন তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে।