অরিত্রিক ভট্টাচার্য ও রুমা পাল, কলকাতা : হাওড়া ও শিয়ালদা ডিভিশনে চওড়া হচ্ছে করোনার থাবা । একের পর এক ট্রেনের চালক, গার্ড করোনা আক্রান্ত । ২ ডিভিশনে বাতিল ৫২টি লোকাল ট্রেন । ১৬টি প্যাসেঞ্জার ট্রেনও বাতিল । গার্ড ছাড়া চালানো হচ্ছে বেশ কয়েকটি মালগাড়ি ।




দৈনিক আক্রান্তের সংখ্যা প্রতিদিন ৩ লক্ষ ছাড়াচ্ছে। লাগাতার দু হাজারেরও বেশি সহ নাগরিক প্রতিদিন মৃত্যুর কোলে ঢলে পড়ছে এদেশে। রাজ্যেও পরিস্থিতিটা ভয়ঙ্কর। হু হু করে বাড়ছে সংক্রমণ-মৃত্যু!


আর পাঁচটা সাধারণ মানুষের মতোই ট্রেন ও মেট্রো রেলের কর্মীরাও একের পর এক করোনা আক্রান্ত হচ্ছেন!
যার প্রভাব পড়তে শুরু করেছে পরিষেবায়!


শুক্রবারও বাতিল করতে হয়েছে একগুচ্ছ ট্রেন। পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া ও শিয়ালদা ডিভিশন মিলিয়ে মোট ৫২টি লোকাল ও ১৬টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। বহু গার্ড সংক্রমিত হওয়ায়, নির্দিষ্ট কিছু রুটে গার্ড ছাড়াই মালগাড়ি চালানোর ভাবনা রয়েছে।  করোনা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠার প্রভাব পড়েছে যাত্রীসংখ্যাতেও। পূর্ব রেল সূত্রে খবর, গত এক সপ্তাহে শিয়ালদা ও হাওড়া ডিভিশনে যাত্রীসংখ্যা কমেছে যথাক্রমে ১৩ ও ১৫ শতাংশ।
আইআরসিটিসিরও প্রচুর কর্মী করোনা আক্রান্ত হওয়ায়, বৃহস্পতিবার থেকে বন্ধ রাখতে হয়েছে শিয়ালদার বেস কিচেন। এদিকে কলকাতা মেট্রো রেল সূত্রে খবর,  সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মেট্রোর সংখ্যা কমানো হচ্ছে।  ২৫৮টির বদলে ২৩৮টি মেট্রো চলবে এই ক’দিন।   
শনিবার চলবে ২১৮টি মেট্রো। রবিবার চলবে ১০০ টি।  


২৬ এপ্রিল অর্থাত আগামী সোমবার থেকেই মেট্রো কম চালানো হবে।  এদিকে এরইমধ্যে ব্যাঙ্কের অফিসার ও কর্মচারীদের মধ্যেও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায়, ব্যাঙ্কিং পরিষেবার সময়সীমা কমানোর আর্জি জানাল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন।  


মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে লেখা চিঠিতে তারা অনুরোধ করেছে, কর্মী সঙ্কটের কারণে  ব্যাঙ্কের কাজের সময়সীমা কমিয়ে দুপুর ২টো পর্যন্ত করা হোক।  সেইসঙ্গে প্রতি শনিবার বন্ধ রাখা হোক ব্যাঙ্ক।  এখন গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত ব্যাঙ্ক পরিষেবা পান।  প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে।