উত্তর ২৪ পরগনা: দেওয়ালের কোথাও লাল কালিতে লেখা, এই পরিণতির জন্য দায়ী মা। কোথাও লেখা, নিদারুণ আর্থিক অনটনের কথা। কোথাও আবার ভাইয়ের উদ্দেশে লেখা, ঘরের কোন জিনিস কোথায় দিতে হবে।
উত্তর ২৪ পরগনার নিমতায় এক দম্পতির মৃতদেহ উদ্ধারের পর ঘরের দেওয়ালজুড়ে দেখা গেল এমনই রাগে ভরা সব লেখা। কার্যত সুইসাইড নোটের কায়দায়। নিমতার একটি বাড়িতে থাকতেন ৪৯ বছরের আশিস মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী টুম্পা।
আশিসের প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে। বছর তিনেক আগে টুম্পার সঙ্গে তাঁর বিয়ে হয়। বৃহস্পতিবার সকালে বাড়ির ভাড়াটেরা দেখেন ঘরের মধ্যে আশিস ও টুম্পার দেহ ঝুলছে। দু’জনেরই হাতের শিরা কাটা ছিল। দম্পতির ঘরে ঢুকে পুলিশ প্রায় চমকে ওঠে। ঘরের দেওয়ালজুড়ে লাল কালিতে সুইসাইড নোটের কায়দায় লেখা ছিল নানা কথা।
স্থানীয় সূত্রে দাবি, আশিসের মা সম্প্রতি ছেলের বিরুদ্ধে মামলা করেন। তা নিয়ে ক্ষোভ ফুটে বেরিয়েছে দেওয়ালের লেখায়। আর্থিক অনটন প্রসঙ্গে দেওয়ালের এক জায়গায় লেখা, একটি কিডনি বিক্রি করে ঘরের জিনিসপত্র কিনতে হয়েছে। সেসব জিনিস কোনটা কাকে দিতে হবে, তা-ও লেখা ছিল দেওয়ালে।
পুলিশের অনুমান, আর্থিক অনটন এবং পারিবারিক বিবাদের জেরেই আত্মঘাতী হয়েছেন আশিস ও টুম্পা। দেওয়ালেই সুইসাইড নোট লিখে গিয়েছেন তাঁরা। যদিও, তদন্তে নেমে সবদিক খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃত দম্পতির আত্মীয়দের।
নিমতায় ‘আত্মঘাতী’ দম্পতি, দেওয়ালে লেখা ‘সুইসাইড নোট’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Mar 2018 03:33 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -