হাওড়া: দলের কেন্দ্রীয় কমিটি বলছে, কংগ্রেসের সঙ্গে জোট করা যাবে না! এই পরিস্থিতিতে ‘ধরি মাছ, না ছুঁই পানি’ এই পথেই কি হাঁটতে চাইছে রাজ্য সিপিএম নেতৃত্ব? হাওড়া জেলা সম্মেলন শেষ হওয়ার পর রবিবার প্রকাশ্য সভা থেকে আরও একবার সূর্যকান্ত মিশ্রর গলায় শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য। সিপিএম রাজ্য সম্পাদকের আহ্বান, তৃণমূল-বিজেপিকে হারাতে যেখানে বামেরা দুর্বল সেখানে দলমত নির্বিশেষে প্রয়োজনে ঝাণ্ডা ছাড়া জোট বাঁধুন।
এপ্রিলেই হায়দরাবাদে বসছে বাইশতম পার্টি কংগ্রেস। সেখানেই ঠিক হবে সিপিএমের রাজনৈতিক লাইন। তার আগে প্রকাশিত ‘রাজনৈতিক দলিলে’র খসড়ায় উল্লেখ করা হয়েছে, বিজেপি ও তার সহযোগীদের ক্ষমতাচ্যুত করাই মূল লক্ষ্য।
সে জন্য সকল গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট করার চেষ্টা করা হবে। তবে এক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে কোনওরকম বোঝাপড়া বা নির্বাচনী জোট করা যাবে না।
কিন্তু, কেন্দ্রীয় কমিটিতে কারাটপন্থীদের জয় হলেও, বঙ্গ সিপিএমের একটা বড় অংশ এখনও কংগ্রেসের সঙ্গে জোটের পক্ষপাতী। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় কমিটির উল্টো পথে না হাঁটলেও, সূর্যকান্ত মিশ্ররা কি পঞ্চায়েত ভোটে ঘুরপথে নিচুতলায় সমঝোতার রাস্তা খুলে রাখতে চাইছেন? তাই কি কখনও, যেখানে বামেরা দুর্বল সেখানে তৃণমূল-বিজেপি বিরোধীদের ভোট দেওয়ার কিংবা ঝাণ্ডা ছাড়া সমঝোতার রাস্তায় হাঁটার পরামর্শ শোনা যাচ্ছে তাঁদের গলায়? প্রশ্ন রাজনৈতিক মহলে।