পুরুলিয়া: পুরুলিয়ার বেসরকারি স্কুলে শিশুর রহস্যমৃত্যু। শিক্ষকদের মারধরের জেরে মৃত্যু, দাবি পরিবারের। গ্রেফতার দুই শিক্ষক।
বছর ছয়েকের লক্ষ্মীপদ সোরেন নার্সারির পড়ুয়া। সে বান্দোয়ান শহরের এই বেসরকারি আবাসিক স্কুলে নার্সারিতে পড়ত। পরিবারের দাবি, শনিবার স্কুলের তরফে জানানো হয়, শিশু অসুস্থ হয়ে পড়েছে।
হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, স্কুলে মারধরের জেরেই মৃত্যু হয়েছে লক্ষ্মীপদর। শনিবার মৃত ছাত্রের মৃতদেহ রেখে বান্দোয়ানে বিক্ষোভ দেখান পরিজন ও প্রতিবেশীরা। ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক।
খুনের অভিযোগে রাতেই অভিযুক্ত ২ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার জেরে আবাসিক স্কুলটি খালি করে দেওয়া হয়েছে। ধৃত দুই শিক্ষককে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে পুরুলিয়া জেলা আদালত।
শিক্ষকদের ‘মারধরে’ শিশুর মৃত্যু, গ্রেফতার দুই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Feb 2018 07:34 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -