হাওড়া : ইয়াসের ধাক্কায় লন্ডভন্ড পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণার বিস্তৃণ এলাকা। উত্তর ২৪ পরগণাতেও প্রভাব পড়েছে ভয়াবহ। ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্থ এলাকাগুলি আকাশপথে পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সাগর, হিঙ্গলগঞ্জ দিঘা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগর ও দিঘাতে প্রশাসনিক বৈঠকও করবেন তিনি।


বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য প্রশাসনের একটি দলের সঙ্গে ইয়াসে বিধ্বস্ত বিভিন্ন এলাকায় আকাশপথে ঘুরে পরিস্থিতি সরেজমিনে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী। সেই দলে রয়েছেন খোদ মুখ্যসচিবও।


মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্য়ায় জানান, শুক্রবার প্রথমে মুখ্যমন্ত্রী ও দল আকাশপথে যাবে সাগরে। সেখানে যাওয়ার পথে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার পরিস্থিতি দেখা হবে। সুন্দরবন এলাকার পরিস্থিতি আকাশপথে খতিয়ে দেখার পর সাগরে গিয়ে প্রশাসনিক বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


জেলাশাসক ও বিভিন্ন প্রশাসনিক কর্তাদের সঙ্গে সাগরে বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী ও দল উড়ে যাবে দিঘার পথে। কাঁথি, রামনগর, নন্দীগ্রাম, দেশপ্রাণ সহ বিস্তৃণ এলাকার পরিদর্শন করা হবে। পূর্ব মেদিনীপুরে হওয়া ইয়াসের জেরে ধ্বংসের সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি দিঘাতেও প্রশাসনিক বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দিঘাতে প্রশাসনিক বৈঠকের পর কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী।


নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যের উপকূলের জেলাগুলির বাসিন্দাদের সতর্ক করেছেন। তিনি বলেন, অনেক গ্রামে জল ঢুকে গেছে। রাত ৮.৪৫ পর্যন্ত জোয়ার চলবে। তারপর ক্রমশ নামবে জলস্তর। ১৩৪টি বাঁধ ভেঙে গেছে। ৫ ফুট অর্থাৎ মানুষ সমান উঁচু ঢেউ উঠেছে। 


মুখ্যমন্ত্রী সতর্ক করেন, আজ রাতে খুব সতর্ক থাকতে হবে। জোয়ারের জল ঢুকে যাতে ক্ষতি না হয় দেখতে হবে। রাতে আরও বেশি জল ঢুকবে। প্রয়োজনে ক্লাব, স্কুলে মানুষদের নিয়ে আসতে হবে। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষজন যাতে সমস্যায় না থাকে তার ব্যবস্থা করতে হবে।


এখনই কেউ ত্রাণ শিবির ছেড়ে বাড়ি ফিরবেন না। মানুষকে যতটা সম্ভব সাহায্য করা হবে।কলকাতার যেসব জায়গায় জল উঠেছে, সেখানকার মানুষকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে পুলিশকেও প্রচার চালাতে হবে। কেন্দ্র ও রাজ্যের এজেন্সি একসঙ্গে কাজ করেছে বলেও জানান তিনি।