কলকাতা:  ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমবঙ্গেই ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ইতিমধ্যেই পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। রবিবার নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করবে।


২৪ মে, সোমবার, নিম্নচাপ পরিণত হবে সাইক্লোনে। ২৫ মে, মঙ্গলবার, আরও শক্তি বাড়িয়ে তা সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হবে।


বৃষ্টির পরিমাণ বাড়বে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে। বুধবার, ২৬ মে সন্ধের দিকে ‘ইয়াস’ পশ্চিমবঙ্গ, সংলগ্ন উত্তর ওড়িশা এবং বাংলাদেশ উপকূল অতিক্রম করবে।


পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে শুরু হবে বৃষ্টি। আগামী বুধ ও বৃহস্পতিবার, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।  


আবহাওয়া দফতরের আরও পূর্বাভাস,  ২৪ তারিখ সন্ধে থেকে উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টাপ্রতি ৪০ থেকে ৫০ কিমি। 


২৫ তারিখ সন্ধের পর তার গতিবেগ বেড়ে ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা। ২৬ তারিখ ভোর থেকেই ঝড়ের গতিবেগ আরও বেড়ে ৬০ থেকে ৭০ কিমি প্রতি ঘণ্টা। 


দুপুরের মধ্যেই তা পৌঁছে যাবে ৯০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা। সর্বোচ্চ গতিবেগ ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে।


এই পরিস্থিতিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কিছু দূরপাল্লার স্পেশাল ট্রেন বাতিল করল পূর্ব রেল। 


আগামী ২৫ থেকে ৩০ তারিখের মধ্যে বাতিল করা হয়েছে ৯টি দূরপাল্লার ট্রেন। রেলের ঘোষণা অনুযায়ী, বাতিল করা হয়েছে-- 



  • ২৫ থেকে ২৭ মে বাতিল হাওড়া-ভুবনেশ্বর স্পেশাল ট্রেন।

  • ২৫ থেকে ২৭ মে বাতিল হাওড়া-পুরী স্পেশাল ট্রেন

  • ২৫ থেকে ২৭ মে বাতিল হাওড়া-যশোবন্তপুর এক্সপ্রেস

  • ২৭ থেকে ২৮ মে বাতিল শালিমার-নাগেরকয়েল এক্সপ্রেস

  • ২৪, ২৯ মে বাতিল হাওড়া-কন্যাকুমারী স্পেশাল ট্রেন

  • ২৪ থেকে ২৬ মে বাতিল হাওড়া-সেকেন্দরাবাদ স্পেশাল ট্রেন

  • ২৪ থেকে ২৬ মে বাতিল হাওড়া-চেন্নাই স্পেশাল ট্রেন

  • ২৭ মে বাতিল হাওড়া-তিরুচিরাপল্লি স্পেশাল ট্রেন

  • ৩০ মে বাতিল হাওড়া-পুদুচেরি স্পেশাল ট্রেন