মেষ
লোকের উপকার করে বদনাম আসতে পারে । ব্যবসার দিকে একটু ভাল সংবাদ পেতে পারেন । চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে । স্ত্রীর সঙ্গে সন্তানের বিষয়ে আলোচনা ।
বৃষ
ভাই–ভাই বিবাদ বাধতে পারে । পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি । বন্ধুদের সঙ্গে একটু সাবধানে থাকুন । আইনি কাজের জন্য চিন্তা বাড়তে পারে ।
মিথুন
আজ কোনওভাবে অর্থ আসতে পারে । চাকরির স্থানে সুনাম বাড়তে পারে । মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে । পড়াশুনার জন্য চাপ বাড়তে পারে । মাথার যন্ত্রণা বৃদ্ধি ।
কর্কট
বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি । উপহার পেতে পারেন । স্ত্রীর সঙ্গে বিবাদ । ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ। ডাক্তারের খরচ নিয়ে চিন্তা । রক্তচাপ বাড়তে পারে ।
সিংহ
প্রিয়জনের কাছ থেকে অপমানিত হতে পারেন । তবে কাজের ভাল সুযোগ আসতে পারে । সাংবাদিকদের জন্য দিনটি ভাল । গঠনমূলক কোনও কাজে উন্নতি ।
কন্যা
স্ত্রীর সঙ্গে বিবাদ মিটে যেতে পারে । ব্যবসার দিকে চিন্তা বাড়তে পারে । চাকরির স্থানে কোনও ক্ষতি হতে পারে । শরীরে কোনও ক্ষত থেকে বড় সমস্যা হতে পারে ।
তুলা
গানবাজনা নিয়ে যাঁরা থাকেন তাঁদের জন্য দিনটি ভাল । ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে । দুপুরের পরে ভাল সুযোগ আসতে পারে । পিতার সঙ্গে কোনও বিবাদ নিয়ে চিন্তা ।
বৃশ্চিক
পায়ের নীচে কোনও কষ্ট বাড়তে পারে । ব্যবসার দিকে বাধা আসতে পারে। অার্থিক ব্যাপারে চাপ বাড়তে পারে । আইনি কোনও কাজে আজ ভাল সংবাদ আসতে পারে ।
ধনু
ধর্মীয় ব্যাপারে আলোচনা । আজ আপনি সততার পরিচয় দেবেন । কোনও নতুন লোকের সঙ্গে পরিচয় হতে পারে । শরীরে যন্ত্রণা বাড়তে পারে। কোনও কাজের খবর আসতে পারে ।
মকর
সন্তানের জন্য কোনও চাপ আসতে পারে । কাজের ব্যাপারে অনীহা আসতে পারে । ব্যবসার দিকে বাধা । প্রেমের ক্ষেত্রে মনে শান্তি পেতে পারেন । রক্তচাপ বাড়তে পারে ।
কুম্ভ
আজ সকালের দিকে একটু অশান্তির যোগ আছে । অনেকদিনের আশা নষ্ট হতে পারে । পড়াশোনার দিকে কোনও শুভ ফল পেতে পারেন । পিতার সঙ্গে তর্ক বাধতে পারে ।
মীন
নিজের বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা । অার্থিক ক্ষেত্রে শুভ পরিবর্তন, পেটের কোনও সমস্যা বাড়তে পারে । স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে সাবধান, আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধি । জ্যোতিষ শ্রী জয়দেব