দক্ষিণেশ্বরের গেস্ট হাউসে দক্ষিণ কলকাতার বাসিন্দা বৃদ্ধ দম্পতির রহস্যমৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Apr 2018 11:53 AM (IST)
দক্ষিণেশ্বর: দক্ষিণেশ্বর মন্দিরের কাছে গেস্ট হাউসে বৃদ্ধ দম্পতির রহস্যমৃত্যু। মৃত সুব্রত ও কাঁকন নিয়োগী দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানার রাজেন্দ্রলাল গাঙ্গুলি লেনের বাসিন্দা। ভোরে দক্ষিণেশ্বর মন্দিরে মঙ্গলারতি দেখার কথা বলে গতকাল গেস্ট হাউসে ওঠেন ওই দম্পতি। আজ সকালে দরজা না খোলায় সন্দেহ হয় গেস্ট হাউসের কর্মীদের। বেলঘরিয়া থানার পুলিশ এসে বিছানার উপর থেকে ২ জনের নিথর দেহ উদ্ধার করে। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ।