মালদা: মালদায় দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য। ৪ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার মৃতদেহ! রবিবার সকালে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় মালদার কালিয়াচকের জালালপুরে।
পরিবারের দাবি, মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল ওই মাধ্যমিক পরীক্ষার্থী। রহস্যজনকভাবে এরপর থেকে ওই ছাত্রীর আর কোনও খোঁজ মেলেনি।
রবিবার সকালে গ্রাম থেকে একটু দূরে ছাত্রীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
কিন্তু, কীভাবে মৃত্যু হল ওই ছাত্রীর? নেপথ্যে কী রহস্য? যথাযথ পুলিশি তদন্তের দাবি তুলেছেন গ্রামবাসীরা।