মৃত শিশুর চোখ তুলে নেওয়ার অভিযোগ এসএসকেএমের বিরুদ্ধে
ABP Ananda, Web Desk | 13 Jul 2018 08:58 AM (IST)
কলকাতা: পথ দুর্ঘটনায় মৃত এক ৩ বছরের শিশুর চোখ তুলে নেওয়ার অভিযোগ উঠল এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে। ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার। উত্তর ২৪ পরগনার কামারহাটির লুটবাগানের বাসিন্দা ফয়জল আলি গত শনিবার রাস্তায় খেলার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। কলকাতায় এনে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলে, রবিবার মারা যায় শিশুটি। পরিবারের অভিযোগ, দেহ পাওয়ার পরে দেখা যায়, শিশুটির দুটি চোখ তুলে নেওয়া হয়েছে। এই ঘটনায় ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশি তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ।