বীরভূম: ফের ডেবিট কার্ডের তথ্য হাতিয়ে জালিয়াতি। বীরভূমের গৃহবধূর অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় লক্ষ টাকা। তদন্তে নেমেছে পুলিশ।
১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৌ মণ্ডল। বাড়িতে বসে বাতাসা বিক্রি করে কোনওরকমে সংসার চালান স্বামী-স্ত্রী। মৌয়ের একটি বেসরকারি ব্যাঙ্কের দুবরাজপুর শাখায় সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। পরিবারের অভিযোগ, রবিবার দুপুরে মৌ মণ্ডলের মোবাইলে একটি ফোন আসে। ফোনটি রিসিভ করেন মৌ-এর স্বামী দুলাল মণ্ডল।
নিজেকে ব্যাঙ্কের দুবরাজপুর শাখার ম্যানেজার পরিচয় দিয়ে এক ব্যক্তি বলেন, মৌ মণ্ডল তাঁর ডেবিট কার্ড দীর্ঘদিন ধরে ব্যবহার না করায় সেটি লক করে দেওয়া হয়েছে। সেটি ফের চালু করার জন্য ডেবিট কার্ডের নম্বর ও পিন কোর্ড নম্বর দরকার। মৌয়ের স্বামী সেই তথ্য বলেও দেন।
এরপরে সোমবার মৌ মণ্ডলের অ্যাকাউন্ট থেকে মোট ৮ দফায় ৯৫ হাজার টাকা তুলে নেওয়া হয়। দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেছে মণ্ডল দম্পতি। তদন্তে নেমেছে পুলিশ। এখনও প্রতারকদের খোঁজ মেলেনি।
সাম্প্রতিককালে ডেবিট কার্ডের তথ্য হাতিয়ে জালিয়াতির একাধিক অভিযোগ সামনে এসেছে। সাধারণ মানুষ থেকে ভিভিআইপি প্রতারণার শিকার হয়েছেন অনেকেই। গত বছর ২৫ ডিসেম্বরে কলকাতার ব্যবসায়ী হাজি আসরাফুল ইসলামের মোবাইলে এসএমএস আসে, ডেবিট কার্ড ব্যবহার করে ৫৬ হাজার টাকার কেনাকাটা করা হয়েছে। কিন্তু আদতে তিনি কোনও কেনাকাটাই করেননি।
গত বছর ডিসেম্বরেই ডেবিট কার্ডের তথ্য হাতিয়ে প্রাক্তন রাজ্যপাল তথা অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনের অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ১২ হাজার ৮৯৯ টাকা হাতিয়ে নেওয়া হয়। পরে আসানসোল থেকে গ্রেফতার হয় অভিযুক্ত।
এবার ডেবিট কার্ডের প্রতারণার শিকার হল বীরভূমের দম্পতি।
ব্যাঙ্ককর্মী পরিচয়ে ডেবিট কার্ড জালিয়াতি: বীরভূমের গৃহবধূর অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় লক্ষ টাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Mar 2017 10:57 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -