ঝিলম করঞ্জাই, কলকাতা: চিন্তা বাড়িয়ে রাজ্যে হদিশ মিলল ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, কেন্দ্রের সংযোজিত নতুন মিউটেশনের খোঁজ মিলেছে বাংলায়। করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। 


৩ কোটি ২০ লক্ষ সংক্রমণ,  প্রায় ৪ লক্ষ ৩০ হাজারের কাছাকাছি মৃত্যু মিছিল, মহামারী-যন্ত্রণার দীর্ঘ পথ পেরিয়ে, সবে যখন ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ, তখনই ফের করোনার ভয়াল রক্তচক্ষু। নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনার দুই ভ্যারিয়েন্ট। স্বাস্থ্যমন্ত্রক বলছে, খুব দ্রুত গতিতে সংক্রমণ ছড়ানোর ক্ষমতা রাখে মারণ ভাইরাসের এই দুই নতুন ভ্যারিয়েন্ট। 


ইতিমধ্যেই কেন্দ্রের তরফে সমস্ত রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে।  আলফা, বিটা, গামা, ডেল্টা, ডেল্টা প্লাসের পর, এবার কাপ্পা ও B1617.3 - নতুন এই দুই ভ্যারিয়েন্টের ওপর নজরদারি চালাতে বলা হয়েছে। এনিয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য, প্রত্যেকটি রাজ্যে, ৫টি ল্যাবরেটরিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। নতুন দুই ভ্যারিয়েন্ট নিয়ে, ইতিমধ্যেই গবেষণা শুরু করেছে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। 


ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের ডিরেক্টর এসকে সিংহ জানিয়েছেন, নতুন দুই ভ্যারিয়েন্টস কাপ্পা ও B1617.3 নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। আমরা দু’ধরণের নজরদারি চালাচ্ছি। ভ্যারিয়েন্টের যে বিষয়গুলি উদ্বেগের সেগুলি খুঁজে বের করা। এবং তার প্রভাব কতটা, তা দেখা। আমাদের নতুন এই রূপ দুটিও দেখা দরকার। কারণ, তারা যখন খুশি, যেখানে খুশি ছড়িয়ে পড়তে পারে।


ইতিমধ্যেই, কেরলের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে, সে রাজ্যে যায়, ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের একটি টিম। তাঁদের দাবি, একাধিক জেলায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। মালাপ্পুরম, কোঝিকোড়ে ও পাঠানমথিত্তা এই ৩ জেলার করোনা আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। 



এরইমধ্যে আতঙ্ক বাড়াচ্ছে নতুন দুই ভ্যারিয়েন্টও। সব মিলিয়ে ফের শঙ্কার কালো মেঘ। এরইমধ্যে সোমবারের তুলনায়, মঙ্গলবার বাংলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। এদিনের হেল্থ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট সংক্রমিত ৬৩৯ জন। মৃত্যু হয়েছে ১২ জনের।