হাওড়া ও উত্তর ২৪ পরগনা: কলকাতার পর এবার বালি-বসিরহাট। ডেঙ্গি আক্রান্ত হয়ে ২ মহিলার মৃত্যু। ১৩ অক্টোবর জ্বরে আক্রান্ত হন বালির সুচিত্রা গুপ্ত। স্থানীয় চিকিৎসককে দেখানোর পর জ্বর কমে যায়।পরিবারের দাবি, ৩-৪ দিন আগে থেকে দুর্বল হতে শুরু করেন তিনি, সঙ্গে বমি। শুক্রবার মহিলাকে উত্তরপাড়ার এই নার্সিংহোমে ভর্তি করা হয়। শনিবার রাতে মৃত্যু হয় তাঁর। ডেথ সার্টিফিকেটেও ডেঙ্গির উল্লেখ করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। একই দিনে স্বজন হারা হয়েছে বসিরহাটের পশ্চিম দণ্ডিরহাট গ্রামের ঘোষ পরিবারও। গত বারোই অক্টোবর জ্বর নিয়ে কল্পনা ঘোষকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন নিয়ে যাওয়া হয় স্থানীয় নার্সিংহোমে। অবস্থার অবনতি হওয়ায়, ষোলোই অক্টোবর কলকাতার একটি নার্সিংহোমে পাঠানো হয় রোগীকে। শনিবার বিকেলে মারা যান কল্পনা। বালির মতো এক্ষেত্রেও, ডেথ সাটিফিকেটে ডেঙ্গির উল্লেখ করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় ঘরে ঘরে বাড়ছে জ্বরের প্রকোপ। এদিন মৃত্যু হয়েছে দুই গৃহবধূর। পরিবারের দাবি, দু’জনই জ্বরে ভুগছিলেন। ডেঙ্গি আতঙ্কের রেশ পড়েছে কৃষিকাজেও। দেগঙ্গা, গাইঘাটটা-সহ সহ জেলার বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে খেতমজুরের সঙ্কট।