কলকাতা ও উত্তর ২৪ পরগনা: অব্যাহত ডেঙ্গি ও জ্বরের প্রকোপ। বাগুইআটিতে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। টাকি ও বাদুড়িয়ায় জ্বরে মৃত ২।
পারদ নামলেও এখনও ডেঙ্গির ও জ্বরের প্রকোপ! অব্যাহত মৃত্যুও। বাগুইআটির অশ্বিনীনগরে মৃত্যু ডেঙ্গি আক্রান্ত ব্যক্তির। মৃতের নাম রমেশ বারুই।
কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন রমেশ। দিন তিনেক আগে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায়, সেখান থেকে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় রমেশ বারুই-এর। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে নিউমোনিয়ার উল্লেখ থাকলেও, ডেঙ্গি সংক্রমণের কথাও লেখা রয়েছে।
উত্তর ২৪ পরগনাতেও অব্যাহত জ্বরের প্রকোপ। টাকি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে জ্বরে মৃত্যু তরুণের। মৃতের নাম বিভাষ স্বর্ণকার। বাদুড়িয়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডেও জ্বরে মৃত্যু যুবকের। মৃতের নাম সৌরভ সানা।
সবমিলিয়ে এখনও জ্বর ও ডেঙ্গিতে অব্যাহত মৃত্যু।
জ্বর-ডেঙ্গিতে রাজ্যে মৃত আরও ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Nov 2017 08:47 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -