কলকাতা ও উত্তর ২৪ পরগনা: ডেঙ্গি ও জ্বরে মৃত্যু অব্যাহত। উত্তর ২৪ পরগনার খড়দায় ডেঙ্গিতে মৃত্যু যুবকের। এসএসকেএমে মৃত দ্বিতীয় শ্রেণির ছাত্রী, সিএমআরআই-তে মৃত্যু হাওড়ার ডেঙ্গি আক্রান্ত গৃহবধূর। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় জ্বরে মৃত্যু ২ গৃহবধূর।
একদিকে, ডেঙ্গি। আরেকদিকে, জ্বর! রোগের জোড়া ফলায় সর্বত্র ত্রাহি রব। উত্তর ২৪ পরগনার খড়দায় ডেঙ্গির বলি যুবক! বৃহস্পতিবার জ্বরে আক্রান্ত হন বছর ২৫-এর অভ্রদীপ গুপ্ত। শুক্রবার সোদপুরের নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে।
ব্লাড রিপোর্টে পাওয়া যায় এন এস ওয়ান পজেটিভ। সোমবার কলকাতার ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয় অভ্রদীপকে। রাতে মৃত্যু হয় তাঁর। অভ্রদীপের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে! জানা গিয়েছে, নতুন চাকরির জন্য আবেদন করেছিল, আগামী বছর ১৮ ফেব্রুয়ারি বিয়ের ঠিক হয়েছিল। কিন্তু, ডেঙ্গিতেই সব শেষ।


বুধবার সকালে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়েছে মনিষা ধাড়া নামে ৮ বছরের এক ছাত্রীর। মনোহরপুকুরের বাসিন্দা, দ্বিতীয় শ্রেণি ওই ছাত্রী ২ দিন ধরে জ্বরে ভুগছিল। এনএস ওয়ান পজিটিভ ছিল। পরিবারের অভিযোগ, অন্তত ১০টি হাসপাতালে ঘুরেও বেড মেলেনি। শেষমেশ, মঙ্গলবার রাতে ভর্তি করা হয় এসএসকেএম-এর জেনারেল বেডে।
অন্যদিকে, মঙ্গলবার রাতে সিএমআরআই-তে মৃত্যু হয় ডেঙ্গিতে আক্রান্ত এক গৃহবধূর। মৃতের নাম পিঙ্কি সোনকার। বাড়ি হাওড়ার সালকিয়ায়। পরিবার সূত্রে খবর, শনিবার পিঙ্কিকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়। রাতে রেফার করা হয় সিএমআরআই-তে।
মঙ্গলবার রাতে মারা যান পিঙ্কি। মৃতের আত্মীয়ের অভিযোগ, পুরসভা ঠিকমতো সাফাই করে না। হাওড়া পুরসভার মেয়র পারিষদ স্বাস্থ্য ভাস্কর ভট্টাচার্যর পাল্টা দাবি, মশা নিধনে সবরকম ব্যবস্থা নিয়েছে পুর কর্তৃপক্ষ।
অন্যদিকে, জ্বরের আতঙ্ক উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়! মঙ্গলবার রাতে জ্বরে আক্রান্ত হয়ে মারা যান দেগঙ্গার শিমুলিয়ার বাসিন্দা আছেমা বিবি। ওই রাতেই দেগঙ্গার আমুলিয়ায় মৃত্যু হয় রিনা বিবি নামে আরেক গৃহবধূর। সবমিলিয়ে উদ্বেগের প্রহর গুণছে মানুষ!