জয়দীপ হালদার,ঢোলাহাট (দক্ষিণ ২৪ পরগনা): মাকে কুপিয়ে আড়াই বছরের শিশুকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। নৃশংস খুনের ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানা এলাকায়। অভিযোগ, মুখে কাপড় বাঁধা জনাচারেক দুষ্কৃতী গতকাল স্বামীর অনুপস্থিতির সুযোগে বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে খুন করে। তাঁর আড়াই বছরের ছেলের দেহ উদ্ধার হয় বাড়ির পাশের পুকুর থেকে। স্থানীয় সূত্রে খবর, মৃত গৃহবধূর স্বামীর দুটি বিয়ে। প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে বিবাদ চলছিল।


বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার নেতাজি গ্রাম পঞ্চায়েতের বাংলারমোড় এলাকায়। নিহত একত্রিশ বছরের মঞ্জু্য়ারা বিবি ও মীজানুর পাইক।  স্থানীয় সূত্রে জানা গেছে মঞ্জুয়ারার স্বামী আনোয়ার হোসেন পাইকের দুই বিয়ে। মঞ্জুয়ারা দ্বিতীয় পক্ষের স্ত্রী। একাধিক কারণে প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে বিবাদ চলছিল আনোয়ারের।  সেই কারণেই জোড়া খুন কিনা, খতিয়ে দেখছে ঢোলাহাট থানার পুলিশ।


জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে  জনা চারেক দু্ষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় এসে মঞ্জুয়ারাকে আক্রমণ করে। সেইসময় আনোয়ার বাড়ি ছিলেন না।  গৃহবধূকে কুপিয়ে  খুন করে দুষ্কৃতীরা। এরপর তাঁর আড়াই বছরের সন্তানকে  বাড়ির পাশের একটি পুকুরে ছুঁড়ে ফেলা হয় বলে অভিযোগ ।  পুকুর থেকে ওই শিশুর দেহ উদ্দার করা হয়। এই নৃশংসা ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতেই  ঘটনাস্থলে চলে আসেন সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ মণ্ডল। ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।


এদিকে, সাপের কামড়ে মৃত্যু হল এক নাবালিকার। মৃতের নাম রাকিব মোল্লা (১২)। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারাইপুর থানার হারদহ গ্রামে। বৃহস্পতিবার রাত্রে বিছানায় সাপে কামড়ায় রাকিবকে। রাতেই তাকে ঘুটিয়ারি শরীফ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। ক্যানিং মহকুমা হাসপাতাল নিয়ে আসার পথে মৃত্যু হয় ওই নাবালিকার।