কলকাতা: পুলিশ বা সিআইডির উপর আস্থা নেই। সিবিআই তদন্তের দাবিতে অনড় ডায়মন্ডহারবারে নিহত ছাত্রের পরিবার। নিহতের মায়ের বয়ান রেকর্ড সিআইডির।

ডায়মন্ডহারবারে ছাত্র খুনে মূল অভিযুক্ত তৃণমূল নেতা তাপস মল্লিক ধরা পড়লেও, পুলিশ বা সিআইডি তদন্তের উপর আস্থা রাখতে পারছে না নিহত ছাত্র কৌশিক পুরকায়স্থর পরিবার। সিবিআই তদন্তের দাবিতে এখনও অনড় তারা।

কিন্তু, কেন সিআইডি বা পুলিশের উপর আস্থা রাখতে পারছে না নিহত ছাত্রের পরিবার? কারণ, এখনও অধরা এফআইআরে নাম থাকা ৮ অভিযুক্ত। তল্লাশি চালালেও হাত ফস্কে পালিয়ে যাচ্ছে অভিযুক্তরা।

পুলিশ সূত্রে দাবি, গোপন সূত্রে খবর, ধৃতদের নিয়ে অভিযুক্তদের খোঁজে দক্ষিণ ২৪ পরগনার কুলপির ডেরায় হানা দিয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু, পুলিশ পৌঁছনোর কিছুক্ষণ আগেই উড়ে যাচ্ছে পাখি।

এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি সর্ষেতেই লুকিয়ে রয়েছে ভূত? পুলিশি অভিযানের আগাম খবর কি পৌঁছে যাচ্ছে দুষ্কৃতীদের কাছে? প্রশ্ন উঠছে। নিহত ছাত্রের পরিবারের দাবি, এসব কারণেই তাঁরা পুলিশ বা সিআইডির ওপর আস্থা রাখতে পারছে না।

শনিবার, নিহত ছাত্র কৌশিক পুরকায়স্থের বাড়ি যায় সিআইডি অফিসাররা। কৌশিকের মায়ের বয়ান রেকর্ড করেছে সিআইডি।