হুগলি ও উত্তর ২৪ পরগনা: গতকাল বামেদের ডাকা ধর্মঘটে বহরমপুরে তাঁর হাতে ঝলসে উঠেছিল ব্যাট। হাঁকিয়েছিলেন দেদার চার-ছক্কা। আজ বনগাঁয় দিলীপের হাতে ছিপ।
গোপালনগরে বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিত্ দাসের বাড়ির পুকুরে মৎস্য শিকারে যান দিলীপ। অনুগামীদের নিয়ে ছিপ ফেলেন। একটু অপেক্ষা করতেই টোপ গেলে তেলাপিয়া মাছ। যদিও মাছের ভারে ছিপ ভেঙে যায় বিজেপি রাজ্য সভাপতির।
অন্যদিকে, সিঙ্গুর বিধানসভা এলাকার উগারদহ সিদ্ধেশ্বরীতলা থেকে বাইক মিছিল করেন লকেট চট্টোপাধ্যায়। হেলমেট ছাড়া স্কুটার চালাতে দেখা যায় হুগলির বিজেপি সাংসদকে। বাইক মিছিলের আগে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন লকেট।