COVID-19 Cases in Bengal: দুর্গাপুজোর পর থেকে রাজ্যে বেরেই চলেছে করোনা দাপট। জুলাইয়ের পর ফের এক হাজার ছুঁইছুঁই এরাজ্যের করোনা সংক্রমিতের সংখ্যা। এদিকে, সামনেই কালীপুজো। তাই এখন থেকেই রাজ্যবাসীকে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন তিনি। সেখান থেকেই  রাজ্যবাসীকে কঠোরভাবে কোভিড বিধি মেনে চলার কথা জানিয়েছেন তিনি।


মুখ্যমন্ত্রী বলেন, "দয়া করে মাস্কটি সঠিকভাবে পরুন। দুর্গা পুজোর পর থেকেই রাজ্যে কোভিড কেসের সংখ্যা বাড়ছে। তাই আপনাকে অবশ্যই কোভিড সতর্কতা অনুসরণ করতে হবে। আর দয়া করে  থুতনিতে মাস্ক ঝুলিয়ে ঘুরবেন না। সঠিক ভাবে নাক মুখ ঢেকে মাস্ক পরুন সকলে।' কালীপুজো, দীপাবলী, ছট পূজা এবং জগদ্ধাত্রী পুজো আসন্ন বাংলায়। তাই এই প্রেক্ষাপটে নিরাপত্তা প্রোটোকল মানার নির্দেশ দিয়েছেন তিনি।


এরই মধ্যে উত্তরবঙ্গে ম্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধির খবর সামনে এসেছে সেই বিষয়েও তিনি সতর্ক করেছেন। তৃণমূল সুপ্রিমো বলেন, "করোনার পাশাপাশি উত্তরবঙ্গের কিছু এলাকায় হঠাৎ করে ম্যালেরিয়া বাড়ছে। আমি জেলা প্রশাসনকে প্রতিটি এলাকা পরিষ্কার করতে বলব। সকলকে সতর্ক এবং সচেতন থাকতে বলব।" 


আরও পড়ুন, ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, নিউটাউনে মাস্ক বিলি, সচেতনতামূলক প্রচার পুলিশের


পুজোর পর করোনা সংক্রমণ বাড়তেই শুরু হয়েছে কড়াকড়ি। করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তেই পরিস্থিতি সামলাতে কোমর বেঁধে নামল প্রশাসন। রাত ১১টার পর কলকাতার বিভিন্ন জায়গায় পুলিশের নাকা তল্লাশি। গাড়ি থামিয়ে নথি পরীক্ষা, জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মীরা। মাস্ক না পরায় চলে ধরপাকড়।


রাজ্যে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা একলাফে প্রায় হাজার ছুঁইছুঁই। এই প্রেক্ষাপটে সমস্ত জেলাশাসকদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকের পর কোভিড বিধিনিষেধ কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। রাজ্যের প্রশাসনিক দফতরের তরফে সাফ বার্তা, রাত্রিকালীন বিধিনিষেধে বিন্দুমাত্র ছাড় দেওয়া চলবে না। করোনা বিধি শিকেয় তুলে দুর্গাপুজোয় বাঁধনভাঙা উচ্ছ্বাসের মাশুল যে দিতে হবে, তা নিয়ে চিকিৎসক থেকে বিশেষজ্ঞ, সতর্ক করেছিলেন সকলেই।