আবীর ইসলাম, মনোজ বন্দ্যোপাধ্যায়, বীরভূম : ফের অনুব্রত মণ্ডলকে তলব করল CBI। আজ সকাল ১১টার মধ্যে তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। কী করবেন অনুব্রত মণ্ডল? হাজিরা দেবেন, নাকি ফের হাজিরা এড়াবেন? তার আগেই বিস্ফোরক দাবি করলেন মঙ্গলবার অনুব্রতকে বেড রেস্ট লিখে দেওয়া বোলপুরের সরকারি হাসপাতালের শল্য চিকিৎসক। 


বিস্ফোরক চিকিৎসক
' হাজিরা দেওয়ার মতো অবস্থাতেই আছেন অনুব্রত। ' বিস্ফোরক চিকিৎসক। হাসপাতালের বদলে সুপারের নির্দেশেই অনুব্রতর বাড়ি যাওয়ার দাবি করলেন ডা. চন্দ্রনাথ অধিকারী। অনুব্রত প্রভাবশালী, উনি বললে না লিখে কি পারি? চাপের অভিযোগ তুলে মুখ খুললেন বেডরেস্ট লেখা চিকিৎসক। তিনি দাবি করেছেন সুপারের নির্দেশেই তিনি নেতার বাড়ি যেতে বাধ্য হয়। আর হাসপাতালের প্যাড না থাকার দরুণ সাদা কাগজেই তাঁকে প্রেসক্রিপশন লিখতে বলে দেওয়া হয়। 


‘নেপথ্যে প্রশাসনের নির্দেশ’
প্রশাসনের নির্দেশেই অনুব্রতর বাড়িতে যান চিকিৎসক। দাবি সুপারের। অভিযোগ প্রমাণ করতে হবে, বলছে তৃণমূল। সবাই মুখ খুলবে, খোঁচা বিরোধীদের। সিবিআই-হাজিরা এড়াতেই কি ডাক্তারকে দিয়ে লেখানো হয়েছে বেড রেস্ট? চিকিৎসককে দিয়ে সাদা কাগজে বেড রেস্ট লিখিয়েছেন অনুব্রত?অনুব্রতর পাশাপাশি চিকিৎসককে কি চাপ দিয়েছিলেন হাসপাতালের সুপার? বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকের বিস্ফোরক দাবিতে চাঞ্চল্য ছড়িয়েছে। 

‘হাজিরায় সক্ষম অনুব্রত’
‘বাড়িতে গেলে ১৪ দিনের বেড রেস্ট লিখে দিতে বলেন অনুব্রত... ‘অনুব্রত তৃণমূল সভাপতি এবং প্রভাবশালী ব্যক্তি। উনি বললে কি না লিখতে পারি? বোলপুরে থাকি বলেই বেড রেস্ট লিখতে বাধ্য হয়েছি। সুপারের নির্দেশেই সাদা কাগজে অ্যাডভাইস লিখে দিয়েছি’ বিস্ফোরক দাবি বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর । 


                                                                                


সকাল ৮.৪৫ এ সূত্রের খবর আজ আসবেন না অনুব্রত নিজাম প্যালেসে। তবে এখনো পর্যন্ত ইমেইল মারফত কিংবা অন্য কোন ভাবে এই বার্তা সিবিআই এর কাছে পৌঁছে দেওয়া হয়নি অনুব্রত মণ্ডলের তরফে। সূত্রের খবর, এগারোটার মধ্যে ইমেইল মারফত কিংবা অনুব্রত মণ্ডলের তরফে তার আইনজীবী সশরীরে নিজাম প্যালেস এ গিয়ে লিখিতভাবে এই কথা সিবিআই কে জানিয়ে আসবে না। এই দশম বারেও শারীরিক পরিস্থিতির কারণেই তিনি আজ আসতে পারছেন না বলেই সিবিআইকে জানাতে চলেছেন অনুব্রত এমনটাই সূত্রের খবর।