BJP Rakesh Singh Arrest LIVE আদালতে প্রবল ধাক্কাধাক্কি, পড়ে গিয়ে ক্ষিপ্ত রাকেশ
BJP Rakesh Singh Arrest in Drug Smuggling Scam: আদালতে নিয়ে আসার সময় প্রবল ধাক্কাধাক্কি বিজেপি নেতা রাকেশ সিংহকে ঘিরে। পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ বিজেপি নেতার। রাকেশের আগে ২ ছেলেকে আজ আদালতে পেশ করার জন্য নিয়ে আসা হল। তার আগে ডাক্তারি পরীক্ষার জন্য দুজনকেই আজ নিয়ে যাওয়া হয় এসএসকেএমে।
আদালতে নিয়ে আসার সময় প্রবল ধাক্কাধাক্কি বিজেপি নেতা রাকেশ সিংহকে ঘিরে। পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ বিজেপি নেতার।
বিজেপি নেতা রাকেশ সিংহর ২ ছেলেকে আজ আদালতে পেশ করার জন্য নিয়ে আসা হল। তার আগে ডাক্তারি পরীক্ষার জন্য দুজনকেই আজ নিয়ে যাওয়া হয় এসএসকেএমে।
বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে মাদক সরবরাহ করতেন রাকেশ সিং? পুলিশের দাবি, পামেলাকে জেরায় মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য। জেরায় পামেলা দাবি করেছেন, তাঁকে কোকেন সরবরাহ করতেন রাকেশ সিং। মাঝে একজন লিঙ্কম্যান রয়েছে বলে পুলিশের অনুমান। তার খোঁজ শুরু করেছে পুলিশ। পুলিশের দাবি, পামেলার দেওয়া তথ্যের ভিত্তিতেই বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করা হয়েছে।
কোন ধারায় গ্রেফতার রাকেশ? রাকেশের আলিপুরের বাড়িতে নোটিস দিতে গেল পুলিশ।
মাদককাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিং ছাড়াও আরও ১ জনকে গ্রেফতার করল নিউ আলিপুর থানার পুলিশ। ধৃত ২ জনকেই আজ আদালতে তোলা হবে। পুলিশের দাবি, পামেলা-কাণ্ডে যোগ রয়েছে রাকেশের এই সঙ্গী জিতেন্দ্র সিংয়েরও।
একদিকে কয়লাকাণ্ডের তদন্তে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই যাওয়া অন্যদিকে বিজেপি নেতা রাকেশ সিংয়ের বাড়িতে মাদকমামলায় পুলিশের তল্লাশি। দুটি বিষয়েই কেন্দ্র ও রাজ্যের শাসকদলকে কটাক্ষ করেছে বামেরা। সব মিলিয়ে ভোটের মুখে মাদককাণ্ড নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।
একদিকে পূর্ব বর্ধমানের গলসিতে গ্রেফতার হয় রাকেশ সিংহ, অন্যদিকে দীর্ঘ তিন-ঘণ্টা ধরে তাঁর ওয়াটগঞ্জের বাড়িতে তল্লাশি চালানোর পর রাকেশের দুই ছেলেকে প্রথমে আটক করে পুলিশ। তারপর পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় দু’জনকে।
কোকেনকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছিলেন বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী। তাঁর মুখেই প্রথমে উঠে এসেছিল রাকেশ সিংয়ের নাম
প্রেক্ষাপট
মাদককাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিংহ। দিল্লি যাওয়ার কথা বলে বর্ধমানে গা ঢাকা।ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে গলসি থেকে গ্রেফতার, খবর পুলিশ সূত্রে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রফতার দুই ছেলে।
হাজিরা এড়ানোর পরেই মাদককাণ্ডে রাকেশ সিংহের বাড়িতে যায় পুলিশ। ৬টি ঘরে তিনঘণ্টা ধরে চলে তল্লাশি। নথি না থাকার অভিযোগে, পুলিশকে ঢুকতে বাধা দেয় ছেলেরা। পুলিশের সঙ্গে বচসা। বাদানুবাদ। এরপর জোর করে রাকেশের ছেলেদের তোলা হয় পুলিশের গাড়িতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -