মত্ত অবস্থায় গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনা, উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Sep 2017 08:54 AM (IST)
মহেশতলায়: মত্ত অবস্থায় গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় এক শিক্ষকের মৃত্যু ঘিরে উত্তেজনা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে দশটা নাগাদ, মত্ত অবস্থায় তিন বন্ধুকে নিয়ে গাড়ি চালানো শিখছিলেন লস্করপাড়ার বাসিন্দা বছর বিয়াল্লিশের তাহির শেখ। অভিযোগ, প্রথমে এক যুবককে ধাক্কা মারে তাহির। এরপর মোসাদ্দেক খান নামে এক শিক্ষককে পিষে দেয় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার পর থেকে পলাতক মূল অভিযুক্ত তাহির শেখ-সহ চারজন। গাড়ির মালিক তাহির শেখের শ্বশুরকে আটক করেছে পুলিশ।