আজ পঞ্চমী৷ কাল, ষষ্ঠীতে দেবীর বোধন হলেও মা এসে গিয়েছেন মণ্ডপে৷ ঢাকের তালে আগমনী সুর। আকাশে বাতাসে পুজোর গন্ধ ভরপুর৷ কচিকাঁচা থেকে বড়, সকলেরই পুজো শুরু৷ নতুন জামা, খাওয়া-দাওয়া, জমজমাট আড্ডা৷ ভিড় এড়াতে আগে ভাগে ঠাকুর দেখে নিতে পঞ্চমীতেই প্ল্যান।